বায়তুল মুকাদ্দাসে পতাকা মিছিলের ইহুদিবাদী পরিকল্পনার পরিণতির বিষয়ে হামাসের হুঁশিয়ারি
https://parstoday.ir/bn/news/west_asia-i92708-বায়তুল_মুকাদ্দাসে_পতাকা_মিছিলের_ইহুদিবাদী_পরিকল্পনার_পরিণতির_বিষয়ে_হামাসের_হুঁশিয়ারি
ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের গাজা অঞ্চলের প্রধান ইয়াহিয়া সিনওয়ার বলেছেন, মসজিদুল আকসায় আবারও হামলা হলে প্রতিরোধ যোদ্ধারা তেল আবিবে বড় ধরণের আঘাত হানবে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ০৬, ২০২১ ১৭:৪২ Asia/Dhaka
  • ইয়াহিয়া সিনওয়ার
    ইয়াহিয়া সিনওয়ার

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের গাজা অঞ্চলের প্রধান ইয়াহিয়া সিনওয়ার বলেছেন, মসজিদুল আকসায় আবারও হামলা হলে প্রতিরোধ যোদ্ধারা তেল আবিবে বড় ধরণের আঘাত হানবে।

ফিলিস্তিনের সাফা বার্তা সংস্থার সঙ্গে সাক্ষাৎকারে তিনি আজ (রোববার) এ কথা বলেন।

বায়তুল মুকাদ্দাস শহরে উগ্র ইহুদিবাদীরা পতাকা মিছিল বের করার যে উসকানিমূলক ঘোষণা দিয়েছে সে প্রসঙ্গে তিনি বলেন, ইহুদিবাদীরা যদি মসজিদুল আকসায় আবার হামলা চালায় তাহলে আমরাও আগের অবস্থানে ফিরে যাব। এ ক্ষেত্রে কোনো ধরণের সন্দেহের অবকাশ নেই।

ইহুদিবাদী ইসরাইলের উগ্র সংগঠনগুলো বায়তুল মুকাদ্দাসে সব ইহুদিবাদীকে আগামী বৃহস্পতিবার পতাকা মিছিলে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে। এটাকে মারাত্মক উসকানিমূলক পদক্ষেপ হিসেবে গণ্য করছে ফিলিস্তিনিরা।

ইহুদিবাদী ইসরাইলের পত্রিকা ইয়াদিউত অহারোনোত লিখেছে, এই মিছিলের অনুমতির জন্য পুলিশের কাছে আবেদন করা হয়েছে। এই মিছিলটি বায়তুল মুকাদ্দাসের তিনটি এলাকা অতিক্রম করবে। এরপর তারা মসজিদুল আকসা প্রাঙ্গণ ও প্রবেশদ্বার পর্যন্ত যাবে।

হামাসের মুখপাত্র মুহাম্মাদ হামুদাও মসজিদুল আকসাকে অবমাননার পরিণতির বিষয়ে আবারও সতর্ক করে দিয়েছেন।#   

পার্সটুডে/এসএ/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।