ইরান-সিরিয়া সম্পর্ক অন্যদের জন্য আদর্শ: ফয়সাল মিকদাদ
https://parstoday.ir/bn/news/west_asia-i95242-ইরান_সিরিয়া_সম্পর্ক_অন্যদের_জন্য_আদর্শ_ফয়সাল_মিকদাদ
সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল আল-মিকদাদ বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে তার দেশের সম্পর্ক এমন একটি পর্যায়ে পৌঁছেছে যা অন্য দেশগুলোর জন্য আদর্শ হতে পারে।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
জুলাই ৩০, ২০২১ ১৭:৪৯ Asia/Dhaka
  • ইরান ও সিরিয়ার প্রতিনিধিদলের বৈঠক
    ইরান ও সিরিয়ার প্রতিনিধিদলের বৈঠক

সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল আল-মিকদাদ বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে তার দেশের সম্পর্ক এমন একটি পর্যায়ে পৌঁছেছে যা অন্য দেশগুলোর জন্য আদর্শ হতে পারে।

ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক সংসদীয় কমিটির প্রধান ওয়াহিদ জালালজাদের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এ কথা বলেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী। গত মঙ্গলবার ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কলিবফের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সিরিয়া সফরে যায়। এই প্রতিনিধিদলে রয়েছেন ওয়াহিদ জালালজাদে।

ফয়সাল আল-মিকদাদ বলেন, গত এক দশক ধরে সিরিয়ায় বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের তাণ্ডবের মুখে ইসলামি প্রজাতন্ত্র ইরানের জনগণ, নেতৃত্ব ও সংসদ সদস্যরা যেভাবে সমর্থন দিয়ে এসেছেন তা দামেস্ক সরকারের জন্য একটি গর্বের বিষয়। তিনি বলেন, এ বিপরীতে ইরানে ইসলামি বিপ্লব সফল হওয়ার পর থেকে এই বিরাট অর্জন ধরে রাখার ক্ষেত্রে ইরানকে সমর্থন দিয়ে আসছে সিরিয়া।

মিকদাদ আরো বলেন, ইরানের বিরুদ্ধে যে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এবং যেসব সমস্যা তৈরি করা হয়েছে তা সমাধান করার শক্তি ইরানের জনগণের আছে বলে সিরীয়বাসী দৃঢ়ভাবে বিশ্বাস করে।

জালালজাদে বলেন, সিরিয়ার চলমান সংকট সৃষ্টির অনেক আগে থেকে তেহরান ও দামেস্ক ঘনিষ্ঠ সম্পর্ক রক্ষা করে আসছে। এই সম্পর্ক সহযোগিতা, সমন্বয় এবং পারস্পরিক সমর্থনের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছে। এক্ষেত্রে দুই দেশের জাতীয় সংসদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে উল্লেখ করেন জালালজাদে। এই সম্পর্ককে কেউ ক্ষতিগ্রস্ত করতে পারবে না বলে তিনি মন্তব্য করেন।#

পার্সটুডে/এসআইবি/৩০