ইসরাইলি আগ্রাসনের মুখে আমরা চুপ করে থাকতে পারি না
https://parstoday.ir/bn/news/west_asia-i95614-ইসরাইলি_আগ্রাসনের_মুখে_আমরা_চুপ_করে_থাকতে_পারি_না
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপ মহাসচিব শেখ নাঈম কাসেম বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসনের মুখে তার সংগঠন চুপ করে বসে থাকতে পারে না। লেবাননের আল-মায়াদিন টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে গতকাল (শুক্রবার) শেখ নাঈম কাসেম একথা বলেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ০৭, ২০২১ ১৪:৫৪ Asia/Dhaka
  • ইসরাইলি অবস্থান লক্ষ্য হিজবুল্লাহর রকেট হামলা (গতকাল শুক্রবারের ছবি)
    ইসরাইলি অবস্থান লক্ষ্য হিজবুল্লাহর রকেট হামলা (গতকাল শুক্রবারের ছবি)

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপ মহাসচিব শেখ নাঈম কাসেম বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসনের মুখে তার সংগঠন চুপ করে বসে থাকতে পারে না। লেবাননের আল-মায়াদিন টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে গতকাল (শুক্রবার) শেখ নাঈম কাসেম একথা বলেন।

লেবাননের প্রতিরোধ যোদ্ধারা গতকাল অধিকৃত সেবা ফার্মে ইহুদিবাদী ইসরাইলের সামরিক ঘাঁটি লক্ষ্য করে যে রকেট হামলা চালিয়েছে তাকে ‘উপযুক্ত জবাব’ বলে মন্তব্য করেন হিজবুল্লাহর উপ মহাসচিব। তিনি বলেন, দখলদার ইসরাইলকে অবশ্যই বুঝতে হবে যে লেবানন তাদের বসতি স্থাপনের বা পরীক্ষা-নিরীক্ষা চালানোর উন্মুক্ত কোনো ক্ষেত্র নয় এবং তারা তাদের মনে যে ধরনের পরিকল্পনা পোষণ করে তা বাস্তবায়নের কোনো জায়গাও নয়।

হিজবুল্লাহর উপ মহাসচিব শেখ নাঈম কাসেম

শেখ নাঈম কাসেম আরো বলেন, “লেবাননের ওপর যেকোনো হামলার যথোপযুক্ত জবাব দেয়ার ব্যাপারে হিজবুল্লাহ প্রতিশ্রুতিবদ্ধ এবং এই কারণেই আগ্রাসী শত্রুদেরকে রকেট দিয়ে জবাব দিয়েছে।”

শেখ নাঈম কাসেম বলেন, “ইসরাইলি আগ্রাসনের মুখে সারা বিশ্ব হিজবুল্লাহর জবাব দেখেছে এবং আমরা কখনো এ ধরনের আগ্রাসনের মুখে চুপ থাকব না।”#

পার্সটুডে/এসআইবি/৭