২ ইসরাইলি পুলিশকে গাড়িচাপা দিয়ে হত্যার চেষ্টা
https://parstoday.ir/bn/news/west_asia-i97644-২_ইসরাইলি_পুলিশকে_গাড়িচাপা_দিয়ে_হত্যার_চেষ্টা
দখলদার ইসরাইলের উত্তরাঞ্চলীয় নাহারিয়া শহরে দুই ইহুদিবাদী পুলিশকে গাড়িচাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। আহত দুই পুলিশের অবস্থাই আশঙ্কাজনক। এসব তথ্য জানিয়েছে ইসরাইলি দৈনিক ইয়েদিউত আহারোনোত।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ২১, ২০২১ ১৫:৪৬ Asia/Dhaka
  • ২ ইসরাইলি পুলিশকে গাড়িচাপা দিয়ে হত্যার চেষ্টা

দখলদার ইসরাইলের উত্তরাঞ্চলীয় নাহারিয়া শহরে দুই ইহুদিবাদী পুলিশকে গাড়িচাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। আহত দুই পুলিশের অবস্থাই আশঙ্কাজনক। এসব তথ্য জানিয়েছে ইসরাইলি দৈনিক ইয়েদিউত আহারোনোত।

পত্রিকাটি আর জানিয়েছে, শহরের একটি পুলিশ চেকপোস্টেই কাছেই এই ঘটনা ঘটেছে।

তবে এই ঘটনার সঙ্গে জড়িতদের এখনও গ্রেপ্তার করতে পারেনি ইসরাইলি পুলিশ। তবে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ক্ষেত্রে পুলিশ হেলিকপ্টারও ব্যবহার করছে।

ইসরাইলের টিভি চ্যানেল-টুয়েলভ জানিয়েছে, পুলিশের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দিয়েই দ্রুত পালিয়ে গেছে গাড়ির চালক।

এর আগে গত বুধবারও পশ্চিম বায়তুল মুকাদ্দাসে ইহুদিবাদীদের বিরুদ্ধে একটি হামলার ঘটনা ঘটেছে বলে ইসরাইলি সূত্রগুলো খবর দিয়েছে।

দখলদার ইসরাইলি বাহিনী ফিলিস্তিনিদের শাহাদাৎপিয়াসী হামলার আশঙ্কায় সম্প্রতি সর্বত্রই নিরাপত্তা জোরদার করেছে। বিশেষকরে সুড়ঙ্গ খুঁড়ে ছয় ফিলিস্তিনি বন্দি জেল থেকে পালাতে সক্ষম হওয়ার পর ইসরাইলিদের মধ্যে নিরাপত্তা নিয়ে আশঙ্কা আগের চেয়ে বেড়েছে।#

পার্সটুডে/এসএ/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।