বাইডেনের মানসিক সুস্থতা নিয়ে বেশিরভাগ মার্কিন নাগরিকের সন্দেহ
https://parstoday.ir/bn/news/world-i100140-বাইডেনের_মানসিক_সুস্থতা_নিয়ে_বেশিরভাগ_মার্কিন_নাগরিকের_সন্দেহ
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দৈহিক ও মানসিক সুস্থতা নিয়ে আমেরিকার বেশিরভাগ নাগরিকের সন্দেহ রয়েছে। নতুন একটি জনমত জরিপে এই তথ্য উঠে এসেছে।
(last modified 2025-11-11T14:44:42+00:00 )
নভেম্বর ১৮, ২০২১ ১৩:৫৬ Asia/Dhaka
  • জো বাইডেন
    জো বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দৈহিক ও মানসিক সুস্থতা নিয়ে আমেরিকার বেশিরভাগ নাগরিকের সন্দেহ রয়েছে। নতুন একটি জনমত জরিপে এই তথ্য উঠে এসেছে।

মার্কিন সাপ্তাহিক পত্রিকা পলিটিকো এবং মর্নিং কনসাল্ট এই জনমত জরিপ চালিয়েছে এবং গতকাল (বুধবার) তার ফলাফল প্রকাশ করেছে। এতে দেখা যায়, নিজে সুস্থ আছেন বলে সম্প্রতি প্রেসিডেন্ট বাইডেন যে দাবি করেছেন তার সাথে দ্বিমত পোষণ করেছেন শতকরা ৫০ ভাগ মানুষ। আর শতকরা ৪০ ভাগ মানুষ বাইডেনের এ বক্তব্যের সঙ্গে একমত প্রকাশ করেছেন।

গত বছর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ভোটারদের বেশিরভাগই এই আস্থা রেখেছিলেন যে, ৭৪ বছর বয়সী বাইডেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে দৈহিক এবং মানসিকভাবে বেশি সক্ষম। কিন্তু গত জানুয়ারি মাসে ক্ষমতা গ্রহণের পর নিজের সুস্থতা নিয়ে প্রেসিডেন্ট বাইডেন এখন সবচেয়ে নিম্ন রেটিংয়ে রয়েছেন। আগামী শনিবার তিনি ৭৯ বছর বয়সে পদার্পণ করছেন।

এদিকে, মর্নিং কনসাল্ট সম্প্রতি যে জনমত জরিপ পরিচালনা করেছে তাতে দেখা যাচ্ছে- আমেরিকার শতকরা ৫২ ভাগ ভোটার প্রেসিডেন্ট হিসেবে বাইডেনের পারফরমেন্সকে সমর্থন করছেন না। আফগানিস্তান থেকে প্রচণ্ড গোলযোগের ভেতর দিয়ে মার্কিন সেনাদের প্রত্যাহারের ঘটনায় বাইডেনের জনসমর্থন ব্যাপকভাবে কমে গেছে।

কঠোর সমালোচনার মুখে সেসময় বাইডেন আফগান সামরিক বাহিনীর ওপর দোষ চাপিয়েছিলেন। পাশাপাশি তিনি বলেছিলেন যে, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে সই হওয়া একটি খারাপ চুক্তিকে তিনি মেনে নিতে বাধ্য হয়েছেন।#

পার্সটুডে/এসআইবি/১৮