জে. সোলাইমানির সঙ্গে পরিচিত হয়ে 'ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ' মাদুরো
(last modified Mon, 27 Dec 2021 09:41:28 GMT )
ডিসেম্বর ২৭, ২০২১ ১৫:৪১ Asia/Dhaka
  • লেবাননের আল-মায়াদিন টিভতে আজ প্রেসিডেন্ট মাদুরোর সাক্ষাৎকার সম্প্রচারিত হয়
    লেবাননের আল-মায়াদিন টিভতে আজ প্রেসিডেন্ট মাদুরোর সাক্ষাৎকার সম্প্রচারিত হয়

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন, ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লে. জেনারেল কাসেম সোলাইমানির সঙ্গে পরিচিত হতে পেরে তিনি ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছেন। কাসেম সোলাইমানির দ্বিতীয় শাহাদাত বার্ষিকীর প্রাক্কালে এই প্রখ্যাত জেনারেলের কারাকাস সফরের স্মৃতিচারণ করে প্রেসিডেন্ট মাদুরো এই কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

মাদুরো লেবাননের আল-মায়াদিন টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, জেনারেল সোলাইমানি ২০২০ সালের জানুয়ারি মাসে সন্ত্রাসী মার্কিন সেনাদের হামলায় নিহত হওয়ার আগে ২০১৯ সালের এপ্রিলে ভেনিজুয়েলা সফর করেছিলেন।

লে. জেনারেল কাসেম সোলাইমানি

ইরাক সরকারের রাষ্ট্রীয় আমন্ত্রণে সাড়া দিয়ে ২০২০ সালের ৩ জানুয়ারি ভোররাতে বাগদাদ বিমানবন্দরে অবতরণ করার কিছুক্ষণ পর সন্ত্রাসী মার্কিন সেনাদের ড্রোন হামলায় শহীদ হন জেনারেল সোলাইমানি। এরপর তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুক ফুলিয়ে ঘোষণা করেন, তিনি নিজে ইরানের এই জনপ্রিয় জেনারেলকে হত্যা করার নির্দেশ দিয়েছেন।

প্রেসিডেন্ট মাদুরো এ সম্পর্কে বলেন, “আমরা এ কোন জগতে বাস করছি যেখানে হোয়াইট হাউজ এমন একজন বীর সেনানীকে হত্যার নির্দেশ দেয় যিনি ইরাক, সিরিয়া ও লেবাননে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন?” তিনি এই হত্যাকাণ্ডের নিন্দা জানাতে বিশ্ব সমাজের প্রতি আহ্বান জানান। ভেনিজুয়েলার প্রেসিডেন্ট তার সাক্ষাৎকারে শিগগিরই ইরান সফরে আসার আগ্রহ প্রকাশ করেন।#

পার্সটুডে/এমএমআই/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ