ভারতে মুসলিমদের গণহত্যা করার আহ্বানের প্রতিবাদ
ভারতীয় চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে যে কারণে তলব করল পাকিস্তান
ভারতের হরিদ্বার ও দিল্লির ধর্ম সংসদে বিদ্বেষমূলক বক্তব্য ও মুসলিমদের গণহত্যা করার আহ্বানের ঘটনায় ইসলামাবাদের ভারতীয় হাই কমিশনের সবচেয়ে সিনিয়র কূটনীতিককে তলব করেছে পাকিস্তান। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল (মঙ্গলবার) এক বিবৃতিতে জানিয়েছে, তারা ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় চার্জ দ্যা অ্যাফেয়ার্স সুরেশ কুমারকে তলব করে এ ব্যাপারে তাদের ‘গভীর উদ্বেগ’ জানিয়েছে।
পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, “আজ ভারতীয় চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। এ সময় ভারতীয় মুসলিমদের বিরুদ্ধে গণহত্যা চালানোর যে উন্মুক্ত আহ্বান দেশটির হিন্দুত্ববাদীরা জানিয়েছেন সে ব্যাপারে পাকিস্তানের গভীর উদ্বেগের কথা জানিয়ে দেয়া হয়েছে।”
গত ১৭ থেকে ১৯ ডিসেম্বরের মধ্যে দিল্লি ও হরিদ্বারে অনুষ্ঠিত সাধুদের সমাবেশে দেশটির সাংবিধানিক মূল্যবোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতির বিরুদ্ধে বক্তব্য দেওয়া হয়। এমনকি সংখ্যালঘু মুসলিমদের টার্গেট করে তাদের বিরুদ্ধে অস্ত্র তুলে নেয়ার কথাও বলা হয়। হরিদ্বার ধর্ম সংসদের সংগঠকরা এবং যারা বিদ্বেষপূর্ণ বক্তব্য দিয়েছেন তারা বলেছেন এ কাজ করে তারা কোনো ভুল করেননি। দিল্লি এবং হরিদ্বারে অনুষ্ঠিত এ ধরণের ধর্ম সংসদে জাতিগত গণহত্যারও আহ্বান জানানো হয় বলে ভারতীয় গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।
ভারত ও পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পরস্পরের বিরুদ্ধে বিবৃতি দেয়া একটি সাধারণ ঘটনা হলেও ভারতীয় সংখ্যালঘু মুসলমানদের প্রশ্নে ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় কূটনীতিক তলবের ঘটনা বিরল। এর আগে বরং পাকিস্তানে হিন্দু ও শিখদের ওপর হামলার ঘটনায় নয়াদিল্লিতে নিযুক্ত পাকিস্তানি কূটনীতিকদের ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হতো। গত আগস্টে এ ধরনের সর্বশেষ ঘটনায় পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের দূরবর্তী রহিম ইয়ার খান অঞ্চলের একটি হিন্দু মন্দিরে হামলার প্রতিবাদ জানাতে পাকিস্তানি কূটনীতিককে তলব করেছিল নয়াদিল্লি।#
পার্সটুডে/এমএমআই/২৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।