ওকিনাওয়ার মার্কিন ঘাঁটিতে ছড়িয়ে পড়েছে কোভিড সংক্রমণ
https://parstoday.ir/bn/news/world-i102138
জাপানের ওকিনাওয়া দ্বীপের মার্কিন সামরিক ঘাঁটিতে করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার পর সেখানে রাষ্ট্রীয় জরুরি অবস্থা ঘোষণার চিন্তা করছে জাপান সরকার।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
জানুয়ারি ০৫, ২০২২ ১৭:২১ Asia/Dhaka
  • করোনার স্ক্রিন টেস্ট করা হচ্ছে এক মার্কিন সেনাকে
    করোনার স্ক্রিন টেস্ট করা হচ্ছে এক মার্কিন সেনাকে

জাপানের ওকিনাওয়া দ্বীপের মার্কিন সামরিক ঘাঁটিতে করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার পর সেখানে রাষ্ট্রীয় জরুরি অবস্থা ঘোষণার চিন্তা করছে জাপান সরকার।

দেশটির সরকারি কর্মকর্তারা বলছেন, মার্কিন সামরিক ঘাঁটি থেকেই করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে।

আজ (বুধবার) জাপানের গণমাধ্যম জানিয়েছে, প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা চলতি সপ্তাহে জরুরি অবস্থা ঘোষণা দিতে পারেন। গতকাল ওকিনাওয়ার সরকারি কর্মকর্তারা ২২৫টি সংক্রমণের কথা জানিয়েছেন যার মধ্যে ওমিক্রণ ভ্যারিয়েন্টের সংক্রমণ রয়েছে ৪৭টি।

জাপানে মার্কিন সামরিক ঘাঁটি (ফাইল ফটো)

জাপানে ৪৭ হাজার মার্কিন সেনা মোতায়েন করা রয়েছে যার মধ্যে অর্ধেকের বেশি অবস্থান করছে ওকিনাওয়া দ্বীপে। এই নিয়ে ষষ্ঠবারের মতো সেখানে মোতায়েন মার্কিন সেনারা করোনাভাইরাসের ঢেউয়ের কবলে পড়ল। সর্বশেষ এই ঢেউয়ে এক হাজার মার্কিন সেনা করোনা আক্রান্ত হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/৫