জাপান থেকে মার্কিন সেনা উচ্ছেদের দাবিতে ওকিনাওয়ায় বিক্ষোভ
(last modified Mon, 15 May 2023 11:11:32 GMT )
মে ১৫, ২০২৩ ১৭:১১ Asia/Dhaka
  • জাপান থেকে মার্কিন সেনা উচ্ছেদের দাবিতে ওকিনাওয়ায় বিক্ষোভ

জাপানের ওকিনাওয়া দ্বীপের কাদেনা বিমান ঘাঁটির কাছে হাজার হাজার মানুষ মার্কিন সামরিক বাহিনীর দখলদারিত্বের বিরুদ্ধে বিক্ষোভ করেছে। তারা সেখান থেকে মার্কিন সেনা উচ্ছেদের দাবি জানায়। 

তাইওয়ানকে কেন্দ্র করে চীন এবং আমেরিকার মধ্যে দিন দিন সামরিক উত্তেজনা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে জাপানের শান্তিকামী মানুষ তাদের দেশ থেকে মার্কিন সেনা বহিষ্কারের দাবি জোরালো করেছে।

৫১ বছর আগে মার্কিন সেনারা ওকিনাওয়া দ্বীপে ঘাঁটি গাড়ে। তার বার্ষিকীতে জাপানের হাজার হাজার মানুষ এই বিক্ষোভ করলো।

মার্কিন সেনারা উত্তর কোরিয়া এবং চীনকে টার্গেট করে এই দ্বীপে বিপুল পরিমাণ অস্ত্রের মজুদ করে রেখেছে। বিক্ষোভকারীরা এসব অস্ত্র সরিয়ে নিতে এবং তাদের শান্তিপূর্ণ জীবন ফিরিয়ে দেয়ার দাবি জানায়। তারা জোরালো ভাষায় ওকিনাওয়া দ্বীপে মার্কিন ঘাঁটি বন্ধের পক্ষে স্লোগান দেয়।#

পার্সটুডে/এসআইবি/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ