জেনেভায় ভিয়েনা সংলাপ নিয়ে বৈঠক করলেন ল্যাভরভ ও ব্লিঙ্কেন
https://parstoday.ir/bn/news/world-i102772-জেনেভায়_ভিয়েনা_সংলাপ_নিয়ে_বৈঠক_করলেন_ল্যাভরভ_ও_ব্লিঙ্কেন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন দাবি করেছেন, ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা ফলপ্রসূ করার জন্য আর মাত্র কয়েক সপ্তাহ সময় বাকি আছে। তিনি শুক্রবার জেনেভায় রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠকে পর এ মন্তব্য করেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ২২, ২০২২ ০৯:১৭ Asia/Dhaka
  • শুক্রবার জেনেভায় বৈঠক করেন অ্যান্টনি ব্লিঙ্কেন ও সের্গেই ল্যাভরভ
    শুক্রবার জেনেভায় বৈঠক করেন অ্যান্টনি ব্লিঙ্কেন ও সের্গেই ল্যাভরভ

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন দাবি করেছেন, ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা ফলপ্রসূ করার জন্য আর মাত্র কয়েক সপ্তাহ সময় বাকি আছে। তিনি শুক্রবার জেনেভায় রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠকে পর এ মন্তব্য করেন।

ব্লিঙ্কেন দাবি করেন, “এখনও পরমাণু সমঝোতায় ফিরে যাওয়ার জন্য একটি জানালা খোলা আছে। কিন্তু আগামী কয়েক সপ্তাহের মধ্যে ভিয়েনায় একটি চুক্তিতে পৌঁছা সম্ভব না হলে পরমাণু সমঝোতাকে আবার কার্যকর করার আশা ছেড়ে দিতে হবে।”

ভিয়েনা আলোচনা বর্তমানে একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে অবস্থান করছে বলেও দাবি করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনায় তিনি ইরানকে ‘বিষয়টির গুরুত্ব ভালো করে বোঝানোর জন্য’ মস্কোর প্রতি আহ্বান জানিয়েছেন।

ভিয়েনার এই হোটেলে ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা চলছে

ব্লিঙ্কেন এমন একটি দেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এসব কথা বললেন যে দেশটি ২০১৬ সালে পরমাণু সমঝোতা কার্যকর হওয়ার পরের বছর থেকে এই সমঝোতাকে ভণ্ডুল করার অপতৎপরতা শুরু করে এবং ২০১৮ সালে এটি থেকে সম্পূর্ণ বেরিয়ে যায়।আমেরিকার এই অপতৎরতার কারণেই পরমাণু সমঝোতা নিয়ে বর্তমান অচলাবস্থা চলছে।

এদিকে, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় গত ২৭ ডিসেম্বর থেকে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবন বিষয়ক অষ্টম দফা আলোচনা চলছে। একটি খসড়া চুক্তির শব্দগুচ্ছ ও বাক্য নিয়ে সংলাপে অংশগ্রহণকারী দেশগুলো আলোচনা চালিয়ে যাচ্ছে বলে আইআরআইবি’র সংবাদদাতা জানিয়েছেন।#

পার্সটুডে/এমএমআই/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।