আফগানিস্তানের সমস্যা সমাধানে গোটা বিশ্বের সহযোগিতা চাইল তালেবান
https://parstoday.ir/bn/news/world-i102796-আফগানিস্তানের_সমস্যা_সমাধানে_গোটা_বিশ্বের_সহযোগিতা_চাইল_তালেবান
আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ সেদেশের জনগণের সমস্যা সমাধানে সহযোগিতার হাত বাড়াতে গোটা বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ২২, ২০২২ ১৮:৩৭ Asia/Dhaka
  • জবিউল্লাহ মুজাহিদ
    জবিউল্লাহ মুজাহিদ

আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ সেদেশের জনগণের সমস্যা সমাধানে সহযোগিতার হাত বাড়াতে গোটা বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি ইরানের বার্তা সংস্থা 'ইরানপ্রেস'-কে দেওয়া এক সাক্ষাতকারে এই আহ্বান জানান।

জবিউল্লাহ মুজাহিদ বলেন, সম্প্রতি 'আফগানিস্তানের অর্থনীতি' শীর্ষক যে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সেটার বার্তা ছিল আফগান জনগণের সমস্যা সমাধানে গোটা বিশ্বের উচিত তালেবানের সঙ্গে নানা ক্ষেত্রে বিশেষকরে অর্থনৈতিক ক্ষেত্রে সহযোগিতা করা। গোটা অঞ্চলের দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে তালেবান ভালো কিছু পরিকল্পনা হাতে নিয়েছে।

তালেবান আফগানিস্তানের ক্ষমতা নেওয়ার পর দেশটিতে অর্থনৈতিক সংকট দেওয়া দিয়েছে।

গত ১৯ জানুয়ারি আফগান প্রেসিডেন্ট প্রাসাদে 'আফগানিস্তানের অর্থনীতি' শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়।

এই সম্মেলনে আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোর প্রতিনিধিদের পাশাপাশি আন্তর্জাতিক সংস্থাগুলোর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেখানে আফগানিস্তানের অর্থনৈতিক সমস্যাসহ দেশটির নানা সংকট নিয়ে আলোচনা হয়েছে।#

পার্সটুডে/এসএ/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।