'তাইওয়ান ইস্যুতে আমেরিকার সঙ্গে বেইজিংয়ের সামরিক সংঘাত হতে পারে'
https://parstoday.ir/bn/news/world-i103102-'তাইওয়ান_ইস্যুতে_আমেরিকার_সঙ্গে_বেইজিংয়ের_সামরিক_সংঘাত_হতে_পারে'
আমেরিকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ছিন ক্যাং হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তাইওয়ান ইস্যুতে বেইজিং এবং ওয়াশিংটনের মধ্যে সামরিক সংঘাতের সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, মার্কিন কর্মকর্তারা তাইওয়ানের কর্মকর্তাদের দিয়ে স্বশাসিত ভূখণ্ডটির স্বাধীনতা দাবি করানোর প্রচেষ্টা চালাচ্ছে। এজন্য এই সংঘাত দেখা দিতে পারে।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
জানুয়ারি ২৯, ২০২২ ১৭:১৭ Asia/Dhaka
  • আমেরিকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ছিন ক্যাং
    আমেরিকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ছিন ক্যাং

আমেরিকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ছিন ক্যাং হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তাইওয়ান ইস্যুতে বেইজিং এবং ওয়াশিংটনের মধ্যে সামরিক সংঘাতের সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, মার্কিন কর্মকর্তারা তাইওয়ানের কর্মকর্তাদের দিয়ে স্বশাসিত ভূখণ্ডটির স্বাধীনতা দাবি করানোর প্রচেষ্টা চালাচ্ছে। এজন্য এই সংঘাত দেখা দিতে পারে।

ছিন ক্যাং বলেন, চীন ও আমেরিকার মধ্যে তাইওয়ান ইস্যু হচ্ছে সবচেয়ে বড় বারুদের বাক্স। রাষ্ট্র পরিচালিত ন্যাশনাল পাবলিক রেডিও বা এনপিআর-কে দেয়া সাক্ষাৎকারে চীনা রাষ্ট্রদূত এসব কথা বলেন। তিনি বলেন, যদি তাইওয়ানের কর্মকর্তারা আমেরিকার দ্বারা উৎসাহী হয়ে ওঠেন এবং স্বাধীনতার জন্য ভুল পথে পা বাড়ান তাহলে আমেরিকা ও চীনের মতো বড় দুটি দেশ সামরিক সংঘাতে জড়িয়ে পড়বে বলেই ধারণা করা যায়। এজন্য সতর্কতার সঙ্গে পদক্ষেপ নিতে তিনি আমেরিকার প্রতি আহ্বান জানান।

তাইওয়ানকে চীন সবসময় নিজের ভূমি বলেই মনে করে এবং সবসময় তাইওয়ানকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে নেবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করে আসছে। এজন্য সামরিক শক্তি ব্যবহারের প্রয়োজন হলেও বেইজিং তা করবে বলে জানিয়েছে।#  

পার্সটুডে/এসআইবি/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।