অ্যাম্বাসাডর ব্রিজ মুক্ত করতে সক্ষম হলো কানাডা পুলিশ
https://parstoday.ir/bn/news/world-i103816-অ্যাম্বাসাডর_ব্রিজ_মুক্ত_করতে_সক্ষম_হলো_কানাডা_পুলিশ
অবশেষে এক সপ্তাহের অচলাবস্থা কাটিয়ে কানাডার আন্দোলনরত ট্রাকচালকদের মার্কিন সীমান্তবর্তী ‘অ্যাম্বাসেডর ব্রিজ’ থেকে সরাতে সক্ষম হয়েছে দেশটির পুলিশ।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ১৪, ২০২২ ০৯:০৪ Asia/Dhaka
  • অ্যাম্বাসাডর ব্রিজ মুক্ত করতে অভিযান চালায় পুলিশ
    অ্যাম্বাসাডর ব্রিজ মুক্ত করতে অভিযান চালায় পুলিশ

অবশেষে এক সপ্তাহের অচলাবস্থা কাটিয়ে কানাডার আন্দোলনরত ট্রাকচালকদের মার্কিন সীমান্তবর্তী ‘অ্যাম্বাসেডর ব্রিজ’ থেকে সরাতে সক্ষম হয়েছে দেশটির পুলিশ।

আমেরিকা মেরিকা ও কানাডার এক-চতুর্থাংশ পণ্য পরিবহন হয় অ্যাম্বাসাডর ব্রিজ দিয়ে। কিন্তু কানাডায় করোনা মহামারি ঘিরে টিকাগ্রহণ বাধ্যতামূলক করার বিরুদ্ধে আন্দোলনরত ট্রাক চালকদের অবস্থানের ফলে প্রায় এক সপ্তাহ ধরে এ পথে পণ্য পরিবহনে অচলাবস্থা দেখা দিয়েছে। এতে ব্যাপক মাত্রায় বিঘ্নিত হচ্ছে দুই দেশের বাণিজ্য।

অ্যাম্বাসাডর ব্রিজ মুক্ত করতে অভিযান চালায় পুলিশ

এদিকে, এরইমধ্যে বাফেলো সংলগ্ন আমেরিকা-কানাডা সীমান্তের আরেক গুরুত্বপূর্ণ ক্রসিং- ‘পিস ব্রিজ’-এ জড়ো হতে শুরু করেছে বিক্ষোভকারীরা। অ্যামেরিকার ভেতর থেকেও কিছু মানুষ তাদের সমর্থন জানাচ্ছে। সেখানকার পরিস্থিতি এখনও অচলাবস্থার দিকে যায় নি তবে  বিক্ষোভকারীদের মোকাবেলায় বাফেলো প্রস্তুত বলে জানিয়েছেন মেয়র বায়রন ব্রাউন।#

পার্সটুডে/এসআইবি/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।