ফেব্রুয়ারি ২০, ২০২২ ১৯:৫০ Asia/Dhaka
  • রাণী দ্বিতীয় এলিজাবেথ
    রাণী দ্বিতীয় এলিজাবেথ

ব্রিটিশ রাণী দ্বিতীয় এলিজাবেথ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে তার অবস্থা গুরুতর নয়। বর্তমানে তিনি মৃদু ঠাণ্ডায় ভুগছেন বলে জানিয়েছে রাণীর প্রাসাদ বাকিংহাম প্যালেস। করোনাভাইরাসের উপসর্গ মৃদু হলেও চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন।

বাকিংহাম প্যালেস জানিয়েছে, ৯৫ বছর বয়সী রাণী দ্বিতীয় এলিজাবেথ তার বড় ছেলে চালর্স থেকে আক্রান্ত হয়েছেন। ওয়েলসের প্রিন্স চার্লস গত সপ্তাহে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বাকিংহাম প্যালেস আরও জানায়, রাণী করোনাভাইরাস সম্পর্কিত সব বিধিনিষেধ মেনে চলছেন। চিকিৎসকদের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন করছেন। আগামী সপ্তাহ থেকে তিনি অল্প করে হলেও দায়িত্ব পালন করবেন বলে ধারণা করা হচ্ছে। বাকিংহাম প্রাসাদের আরও অনেক সদস্যই করোনায় আক্রান্ত হয়েছেন বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।

গত ৬ ফেব্রুয়ারি ৭০ বছরের শাসনামলে পদার্পণ করেন তিনি। ব্রিটেনের ইতিহাসে তিনিই এত দীর্ঘ সময় রাজত্ব করছেন। রাণী দ্বিতীয় এলিজাবেথ করোনার বুস্টার ডোজও নিয়েছেন।

করোনার টিকা গ্রহণকারীরা আক্রান্ত হলেও তাদের এ রোগে মৃত্যুঝুঁকি কম থাকে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।#

পার্সটুডে/এসএ/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ