আহমাদ আরবারি হত্যায় তিন শ্বেতাঙ্গ দোষী সাব্যস্ত
https://parstoday.ir/bn/news/world-i104242-আহমাদ_আরবারি_হত্যায়_তিন_শ্বেতাঙ্গ_দোষী_সাব্যস্ত
আমেরিকার জর্জিয়া অঙ্গরাজ্যে কৃষ্ণাঙ্গ যুবক আহমাদ আরবারিকে গুলি করে হত্যায় জড়িত তিন শ্বেতাঙ্গকে হেইট ক্রাইমে দোষী সাব্যস্ত করেছে আদালত। আসামিরা হচ্ছে-গ্রেগরি ম্যাকমাইকেল, ট্রাভিস ম্যাকমাইকেল ও উইলিয়াম রোডি ব্রায়ান।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ২৩, ২০২২ ০৯:৫৫ Asia/Dhaka
  • নিহত আহমাদ আরবারি, ইনসেটে অভিযুক্ত তিন আসামি
    নিহত আহমাদ আরবারি, ইনসেটে অভিযুক্ত তিন আসামি

আমেরিকার জর্জিয়া অঙ্গরাজ্যে কৃষ্ণাঙ্গ যুবক আহমাদ আরবারিকে গুলি করে হত্যায় জড়িত তিন শ্বেতাঙ্গকে হেইট ক্রাইমে দোষী সাব্যস্ত করেছে আদালত। আসামিরা হচ্ছে-গ্রেগরি ম্যাকমাইকেল, ট্রাভিস ম্যাকমাইকেল ও উইলিয়াম রোডি ব্রায়ান।

এই মামলায় এরইমধ্যে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছে তারা। আদালতের সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন আরবারির বাবা মার্কাস আরবারি। ১২ জন বিচারকের প্যানেলে ছিলেন আটজন শ্বেতাঙ্গ, তিনজন কৃষ্ণাঙ্গ ও একজন হিসপ্যানিক। 

৬৫ বছর বয়সী গ্রেগরি ম্যাকমাইকেল, তার ছেলে ট্রাভিস এবং প্রতিবেশী উইলিয়াম রোডি ২০২০ সালের ফেব্রুয়ারিতে জর্জিয়ার ব্রাউন্সউইকে আরবারিকে ধাওয়া করে হত্যা করে।

হত্যার ভিডিও ফাঁস এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার দুই মাস পরও পুলিশ সন্দেহভাজনদের অভিযুক্ত না করায় গত বছর জর্জিয়াসহ বিভিন্ন অঙ্গরাজ্যে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি ছড়িয়ে পড়ে।#

পার্সটুডে/এসআইবি/২৩