ওবামাকে বিক্ষোভ দিয়ে স্বাগত জানালেন জাপানিরা
https://parstoday.ir/bn/news/world-i10501-ওবামাকে_বিক্ষোভ_দিয়ে_স্বাগত_জানালেন_জাপানিরা
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা জাপানের হিরোশিমা শহরে ব্যাপক বিক্ষোভের মুখে পড়েছেন। জাপানে অনুষ্ঠানরত শিল্পোন্নত দেশগুলোর সংগঠন জি-৭ এর শীর্ষ সম্মেলনে যোগ দেয়ার অবকাশে তিনি হিরোশিমা শহরে যান।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ২৭, ২০১৬ ১৭:৩১ Asia/Dhaka
  • ওবামার সফরের বিরুদ্ধে জাপানের হিরোশিমা শহরে বিক্ষোভ
    ওবামার সফরের বিরুদ্ধে জাপানের হিরোশিমা শহরে বিক্ষোভ

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা জাপানের হিরোশিমা শহরে ব্যাপক বিক্ষোভের মুখে পড়েছেন। জাপানে অনুষ্ঠানরত শিল্পোন্নত দেশগুলোর সংগঠন জি-৭ এর শীর্ষ সম্মেলনে যোগ দেয়ার অবকাশে তিনি হিরোশিমা শহরে যান।

আমেরিকার কোনো ক্ষমতাসীন প্রেসিডেন্ট হিসেবে ওবামা প্রথম হিরোশিমা শহর সফর করলেন। সেখানে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিশ্বের প্রথম আণবিক বোমা হামলার শিকার হয়েছিল হিরোশিমা শহর। কিন্তু আজ পর্যন্ত শহরটি ধ্বংসের জন্য আমেরিকার কোনো প্রেসিডেন্ট ক্ষমা চান নি।

ওবামার সফরের প্রতিবাদে ক্ষুব্ধ জাপানিরা সেখানে বিক্ষোভ করতে থাকেন। তারা ওবামাকে শহর থেকে চলে যাওয়ার আহ্বান জানান। তারা স্লোগানে স্লোগানে ওবামাকে জানিয়ে দিয়েছেন- ওবামাকে এ শহরে স্বাগত জানানো হবে না। এ সময় তারা বিশ্বকে পরমাণু অস্ত্র মুক্ত করারও দাবি জানান। বিক্ষোভে শ্রমিক ইউনিয়নের সদস্যরা, কলেজ শিক্ষার্থী ও হিরোশিমা শহরের আণবিক বোমা হামলা থেকে বেঁচে যাওয়া লোকজন ও তাদের আত্মীয়স্বজনরা অংশ নেন।

১৯৪৫ সালের ৬ আগস্ট সকাল বেলা মার্কিন বিমান বাহিনী হিরোশিমা শহরে আণবিক বোমা ফেলেছিল। সেই ঘটনার স্মরণ করে কিনুয়ো ইকেগামি বলেন, “আমি এখনো শুনতে পাই, স্কুলের ছাত্র-ছাত্রীরা সাহায্য চেয়ে চিৎকার করছে।” এ নারী বলেন, “সেই ঘটনা এতটা ভয়াবহ ও ভীতিকর ছিল যে আজও স্মরণ করে দুঃভারাক্রান্ত হয়ে পড়ি।” বিক্ষোভে অংশ নেয়া আরেক ব্যক্তি বলেছেন, “মার্কিন আণবিক হামলার পর থেকে প্রজন্মের পর প্রজন্ম ভোগান্তি পোহাচ্ছে। আমরা প্রেসিডেন্ট ওবামাকে সেই বিষয়টি বোঝাতে চাই।”#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৭