জেলেনস্কির অনুরোধের পর ইউক্রেনকে শত কোটি ডলারের অস্ত্র পাঠাচ্ছে আমেরিকা
https://parstoday.ir/bn/news/world-i105316-জেলেনস্কির_অনুরোধের_পর_ইউক্রেনকে_শত_কোটি_ডলারের_অস্ত্র_পাঠাচ্ছে_আমেরিকা
ইউক্রেনে আরও এক শ কোটি ডলারের অস্ত্র পাঠানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বুধবার মার্কিন কংগ্রেসে দেওয়া ভার্চ্যুয়াল ভাষণে আমেরিকার কাছে আরও অস্ত্র সাহায্য চাওয়ার পর হোয়াইট হাউজ থেকে বাইডেন এ ঘোষণা দেন।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
মার্চ ১৭, ২০২২ ১১:৪১ Asia/Dhaka
  • ভলোদিমির জেলেনস্কি ও জো বাইডেন (ফাইল ফটো)
    ভলোদিমির জেলেনস্কি ও জো বাইডেন (ফাইল ফটো)

ইউক্রেনে আরও এক শ কোটি ডলারের অস্ত্র পাঠানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বুধবার মার্কিন কংগ্রেসে দেওয়া ভার্চ্যুয়াল ভাষণে আমেরিকার কাছে আরও অস্ত্র সাহায্য চাওয়ার পর হোয়াইট হাউজ থেকে বাইডেন এ ঘোষণা দেন।

আমেরিকায় ইউক্রেনে যেসব অস্ত্র পাঠাচ্ছে সেগুলোর মধ্যে রয়েছে- ভূমি থেকে আকাশে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র জ্যাভলিন দুই হাজার, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্টিংগার ৮০০টি, দুই কোটি রাউন্ড গোলাবারুদ, সাঁজোয়া যান বিধ্বংসী অস্ত্র ব্যবস্থা ৯ হাজার। এ ছাড়া ড্রোন, রাইফেল, পিস্তল, মেশিনগান, শটগান, রকেট ও গ্রেনেড লাঞ্চারও রয়েছে।

এর আগে মার্কিন কংগ্রেসে দেওয়া ভার্চ্যুয়াল ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আরও সামরিক সাহায্যের জন্য আমেরিকার প্রতি অনুরোধ জানান। 

মার্কিন কংগ্রেসে ভার্চ্যুয়ালি ভাষণ দেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি

জেলেনস্কি বলেন, রাশিয়ার ভয়াবহ বিমান হামলার জবাব দেওয়া এবং নো-ফ্লাই জোন আরোপ করার অনুরোধ জানাচ্ছে ইউক্রেন। আমেরিকা এ পর্যন্ত ইউক্রেনকে যে সহায়তা করেছে সেজন্য জেলেনস্কি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তবে তিনি বলেন, ‘আমাদের আরও সহায়তা দরকার।’

জেলেনস্কির ভাষণের পর পরই ইউক্রেনে নতুন করে অস্ত্র পাঠানোর ঘোষণা দেন বাইডেন। তিনি বলেন, ইউক্রেনে পুতিন যাতে কখনোই বিজয়ী হতে না পারেন তা নিশ্চিত করতেই দেশটিতে এ অস্ত্র সহায়তা পাঠাচ্ছে আমেরিকা।

একই সঙ্গে বাইডেন বলেন, ‘আমাদের মিত্রদেশগুলোকে ইউক্রেনে তাদের দেওয়া সহযোগিতা অভূতপূর্ব মাত্রায় নিয়ে যেতে হবে। আমরা আমাদের সহযোগিতা চালিয়ে যাব। ইউক্রেনে মর্মান্তিক ও অপ্রয়োজনীয় যুদ্ধের অবসানে আমরা যা করতে তার সব করার চেষ্টা করব। আমাদের মিত্রদেরও সহযোগিতা জোরদার করতে হবে।’

জো বাইডেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের জন্য আরও ২০০ মিলিয়ন ডলারের সমপরিমাণ সামরিক সহায়তার অনুমোদন দিয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস।

বাইডেন প্রশাসনের একজন কর্মকর্তার বরাত দিয়ে কয়েকদিন আগে ব্রিটিশ গণমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, ২০২১ সালের পর থেকে ইউক্রেনকে দেওয়া যুক্তরাষ্ট্রের মোট অর্থের পরিমাণ ১ দশমিক ২ বিলিয়ন ডলার বা ৯২০ মিলিয়ন পাউন্ডের সমপরিমাণ। বৈদেশিক সহায়তা আইনের মাধ্যমে এই অর্থ বরাদ্দ দিয়েছে বাইডেন প্রশাসন। #

পার্সটুডে/আশরাফুর রহমান/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।