‌কাজাখস্তানের এস-৩০০ ইউক্রেনের জন্য চায় আমেরিকা: মিডিয়া
https://parstoday.ir/bn/news/world-i105328-কাজাখস্তানের_এস_৩০০_ইউক্রেনের_জন্য_চায়_আমেরিকা_মিডিয়া
কাজাখস্তানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৩০০ ইউক্রেনকে দেওয়ার আহ্বান জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই খবর কাজাখস্তানের স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত হলেও সরকারি সূত্রে তা প্রত্যাখ্যান করা হয়েছে।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
মার্চ ১৭, ২০২২ ১৬:৪৪ Asia/Dhaka
  • এস-৩০০
    এস-৩০০

কাজাখস্তানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৩০০ ইউক্রেনকে দেওয়ার আহ্বান জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই খবর কাজাখস্তানের স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত হলেও সরকারি সূত্রে তা প্রত্যাখ্যান করা হয়েছে।

কাজাখস্তানের কাছে রুশ নির্মিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৩০০ রয়েছে। কাজাখস্তানের গণমাধ্যমে বলা হয়েছে, আমেরিকার আহ্বানে সাড়া দেয়নি ঐ দেশ। রাশিয়ার রোষানলে পড়ার আশঙ্কায় কাজাখ সরকার মার্কিন আহ্বান প্রত্যাখ্যান করেছে বলে ধারণা করা হচ্ছে।

আমেরিকার এই আহ্বানের বিষয়টি কাজাখস্তানের সংসদ পর্যন্ত গড়িয়েছে। সংসদে কাজাখ প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, আমেরিকার পক্ষ থেকে এমন আহ্বানের খবর ভিত্তিহীন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নো ফ্লাই জোন প্রতিষ্ঠার জন্য পশ্চিমাদের প্রতি আহ্বান জানিয়েছেন। একটি সূত্র বলছে, নো ফ্লাই জোন প্রতিষ্ঠায় রাজি না হওয়ায় জেলেনস্কি এখন পাশ্চাত্যের কাছ থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাওয়ার চেষ্টা করছেন।

এরই অংশ হিসেবে কাজাখস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চায় ইউক্রেন।#

পার্সটুডে/এসএ/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।