চেরনোবিল ছেড়ে চলে গেছে রুশ সেনারা: ইউক্রেনের দাবি
https://parstoday.ir/bn/news/world-i105980
রাশিয়ার সৈন্যরা ইউক্রেনের চেরনোবিলে অবস্থিত পরমাণু শক্তি স্থাপনা ছেড়ে চলে গেছে বলে কিয়েভ জানিয়েছে। ইউক্রেনের রাষ্ট্রীয় পরমাণু সংস্থা ‘এনারগোয়াটম’ দাবি করেছে, চেরনোবিলে এখন আর কোনো ‘বহিরাগত’কে দেখা যাচ্ছে না।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
এপ্রিল ০১, ২০২২ ০৭:০৭ Asia/Dhaka
  • গত ফেব্রুয়ারি মাসের শেষদিকে ইউক্রেনে বিশেষ অভিযান শুরু করার পরপরই চেরনোবিলের নিয়ন্ত্রণ গ্রহণ করেছিল রুশ সেনাবাহিনী
    গত ফেব্রুয়ারি মাসের শেষদিকে ইউক্রেনে বিশেষ অভিযান শুরু করার পরপরই চেরনোবিলের নিয়ন্ত্রণ গ্রহণ করেছিল রুশ সেনাবাহিনী

রাশিয়ার সৈন্যরা ইউক্রেনের চেরনোবিলে অবস্থিত পরমাণু শক্তি স্থাপনা ছেড়ে চলে গেছে বলে কিয়েভ জানিয়েছে। ইউক্রেনের রাষ্ট্রীয় পরমাণু সংস্থা ‘এনারগোয়াটম’ দাবি করেছে, চেরনোবিলে এখন আর কোনো ‘বহিরাগত’কে দেখা যাচ্ছে না।

এর আগে সংস্থাটি জানিয়েছিল, চেরনোবিলে মোতায়েন বেশিরভাগ রুশ সেনা বেলারুশ সীমান্তের দিকে চলে যাচ্ছে এবং ওই স্থাপনায় সীমিত সংখ্যক রুশ সেনা অব্স্থান করছে।

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় বা পেন্টাগনের কর্মকর্তারা গত বুধবার চেরনোবিল থেকে রুশ সেনা প্রত্যাহারের যে খবর দিয়েছিলেন ইউক্রেন কর্তৃপক্ষ বৃহস্পতিবার সে কথা নিশ্চিত করল।গত ফেব্রুয়ারি মাসের শেষদিকে ইউক্রেনে বিশেষ অভিযান শুরু করার পরপরই চেরনোবিলের নিয়ন্ত্রণ গ্রহণ করেছিল রুশ সেনাবাহিনী।

ইউক্রেনের রাষ্ট্র নিয়ন্ত্রিত পরমাণু সংস্থাটি দাবি করেছে, রাশিয়ার সেনারা চেরনোবিলে অবস্থান করার সময় অজ্ঞতাবশত পরিখা খনন করতে গিয়ে পারমাণবিক তেজস্ক্রিয়তার শিকার হয়েছে। তাদের কয়েকজনকে বেলারুশে চিকিৎসা দেয়া হয়েছে বলেও দাবি করে সংস্থাটি।

তবে রাশিয়ার সেনাাবহিনী বলেছিল, তারা চেরনোবিল দখল করার পর এটির তেজস্ক্রিয়তার মাত্রা স্বয়ংক্রিয়ভাবে স্বাভাবিক পর্যায়ে ছিল। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ বলেছে, তারা এ দাবির সত্যতা নিশ্চিত করতে পারছে না।আইএইএ বলেছে, আগামী কয়েকদিনের মধ্যে চেরনোবিলে একটি পর্যবেক্ষক দল পাঠানোর জন্য সংস্থাটি কিয়েভের সঙ্গে যোগাযোগ করছে।#

পার্সটুডে/এমএমআই/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।