পাকিস্তানের নয়া প্রধানমন্ত্রী হলেন শাহবাজ শরিফ
https://parstoday.ir/bn/news/world-i106480-পাকিস্তানের_নয়া_প্রধানমন্ত্রী_হলেন_শাহবাজ_শরিফ
পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন মুসলিম লীগ (নাওয়াজ) সভাপতি শাহবাজ শরিফ। তিনি সাবেক প্রধানমন্ত্রী নাওয়াজ শরিফের ছোট ভাই।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
এপ্রিল ১১, ২০২২ ১৮:১৭ Asia/Dhaka
  • শাহবাজ শরিফ
    শাহবাজ শরিফ

পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন মুসলিম লীগ (নাওয়াজ) সভাপতি শাহবাজ শরিফ। তিনি সাবেক প্রধানমন্ত্রী নাওয়াজ শরিফের ছোট ভাই।

আজ পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে প্রধানমন্ত্রী নির্বাচনের ভোটাভুটিতে ১৭৪ জন সদস্য শাহবাজের পক্ষে রায় দিয়েছেন।

প্রধানমন্ত্রী নির্বাচনী দৌড়ে শাহবাজের একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিলেন ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কোরেশি।

কিন্তু কোরেশিসহ পিটিআইয়ের সব সদস্য অধিবেশন বয়কট করায় কার্যত শাহবাজের জন্য মাঠ ফাঁকা হয়ে যায়। পার্লামেন্টের এই অধিবেশনে প্রধানমন্ত্রী নির্বাচনই একমাত্র কর্মসূচি ছিল।

পাকিস্তান মুসলিম লীগ (নাওয়াজ) সভাপতি শাহবাজ শরিফ ও ইমরানের দল পিটিআই এর শাহ মাহমুদ কোরেশি রোববার প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন।

শাহবাজ পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী হলেন। এতদিন তিনি সংসদে বিরোধী দলের নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন।#

পার্সটুডে/এসএ/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।