পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন ইরানের প্রেসিডেন্ট
https://parstoday.ir/bn/news/world-i106626-পাকিস্তানের_নতুন_প্রধানমন্ত্রীকে_অভিনন্দন_জানালেন_ইরানের_প্রেসিডেন্ট
পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে অভিনন্দন জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি। তিনি অভিনন্দন বার্তায় বলেছেন, ইরান সব সময় পাকিস্তানের সঙ্গে সব ক্ষেত্রে সহযোগিতা জোরদারে আগ্রহী। নতুন সরকারের আমলেও তেহরান একই মনোভাব পোষণ করছে। আশা করা যায় ভবিষ্যতে দুই দেশের মধ্যে সহযোগিতা কাঙ্ক্ষিত পর্যায়ে উপনীত হবে।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
এপ্রিল ১৪, ২০২২ ১৭:৩২ Asia/Dhaka
  • সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি
    সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে অভিনন্দন জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি। তিনি অভিনন্দন বার্তায় বলেছেন, ইরান সব সময় পাকিস্তানের সঙ্গে সব ক্ষেত্রে সহযোগিতা জোরদারে আগ্রহী। নতুন সরকারের আমলেও তেহরান একই মনোভাব পোষণ করছে। আশা করা যায় ভবিষ্যতে দুই দেশের মধ্যে সহযোগিতা কাঙ্ক্ষিত পর্যায়ে উপনীত হবে।

গত সোমবার পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) সভাপতি শাহবাজ শরিফ। 

শাহবাজ শরিফ

 

জাতীয় পরিষদে অনাস্থা ভোটে ৯ এপ্রিল প্রধানমন্ত্রিত্ব হারান পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। এরপর বিরোধী জোটের একমাত্র প্রার্থী হিসেবে সোমবার জাতীয় পরিষদে ১৭৪ ভোট পেয়ে প্রধানমন্ত্রী হন শাহবাজ। প্রধানমন্ত্রী নির্বাচিত হতে তার ১৭২ ভোটের প্রয়োজন ছিল।

পিটিআই দলের নেতা শাহ মাহমুদ কোরেশিকে প্রধানমন্ত্রী প্রার্থী করেছিল। তবে শেষ পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করেন তিনি। জাতীয় পরিষদে প্রধানমন্ত্রী নির্বাচনের ভোটাভুটি বর্জন করেন পিটিআইয়ের আইনপ্রণেতারা। এতে শাহবাজ কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রধানমন্ত্রী নির্বাচিত হন। #

পার্সটুডে/এসএ/১৪