পাল্টা নিষেধাজ্ঞা: রাশিয়ায় ঢুকতে পারবেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী
https://parstoday.ir/bn/news/world-i106732-পাল্টা_নিষেধাজ্ঞা_রাশিয়ায়_ঢুকতে_পারবেন_না_ব্রিটিশ_প্রধানমন্ত্রী
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনসহ দেশটির ১৩ জন মন্ত্রী ও সাংসদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া। আজ শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ১৬, ২০২২ ১৯:৫৩ Asia/Dhaka
  • জনসন
    জনসন

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনসহ দেশটির ১৩ জন মন্ত্রী ও সাংসদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া। আজ শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, রাশিয়াকে আন্তর্জাতিক পর্যায় থেকে বিচ্ছিন্ন করতে ও রুশ অর্থনীতিকে চাপে ফেলতে লাগামহীনভাবে রাজনৈতিক প্রচারণা চালিয়ে যাচ্ছে লন্ডন। এ জন্য পাল্টা পদক্ষেপ হিসেবে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

বরিস জনসন ছাড়াও রুশ নিষেধাজ্ঞার আওতায় থাকা আরও কয়েক জন হলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস, প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস, বিচারমন্ত্রী ডমিনিক রাব ও স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল।

নিষেধাজ্ঞার তালিকায় ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী ও কনজারভেটিভ পার্টির সাংসদ থেরেসা মে এবং স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা র্স্টারজিওনও রয়েছেন।

রুশ নিষেধাজ্ঞার আওতায় থাকায় তারা কেউই রাশিয়ায় প্রবেশ করতে পারবেন না। এর আগে গত মার্চে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনসহ মার্কিন শীর্ষ কর্মকর্তাদের ওপর একই রকমের নিষেধাজ্ঞা আরোপ করেছিল মস্কো।

গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপরই রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয় ব্রিটেন। এর প্রতিক্রিয়ায় এবার ব্রিটেনের ওপর পাল্টা নিষেধাজ্ঞা আরোপ করেছে মস্কো।#

পার্সটুডে/এসএ/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।