পাল্টা ব্যবস্থা: আরো ৩১ কূটনীতিককে বহিষ্কার করলো রাশিয়া
(last modified Wed, 20 Apr 2022 06:52:34 GMT )
এপ্রিল ২০, ২০২২ ১২:৫২ Asia/Dhaka
  • প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
    প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

ইউরোপের আরো ৩১ জন কূটনীতিককে বহিষ্কার করেছে মস্কো। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল (মঙ্গলবার) এ তথ্য জানিয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইউক্রেনে রুশ সামরিক অভিযান নিয়ে পশ্চিমা দেশগুলো রাশিয়ার কূটনীতিক বহিষ্কার করায় পাল্টা ব্যবস্থা হিসেবে রাশিয়া ইউরোপীয় কূটনীতিক বহিষ্কারের পাল্টা পদক্ষেপ নিল মস্কো।  

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নেদারল্যান্ডসের ১৫ কূটনীতিককে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে তাদের দুই সপ্তাহ সময় দেয়া হয়েছে।গত মাসে রাশিয়ার ২১ কূটনীতিককে বহিষ্কারের জবাবে মস্কোতে বেলজিয়াম দূতাবাসের কর্মীদের বহিষ্কার করে তাদেরও দুই সপ্তাহের সময় দিয়েছে মস্কো।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণার পরই বেলজিয়ামের পররাষ্ট্র মন্ত্রণালয় রাশিয়ার কূটনীতিক বহিষ্কারের কথা জানায়। এছাড়া, একই দিনে ইউরোপের আরেক দেশ অস্ট্রিয়ার চার কূটনীতিককে অবাঞ্ছিত ঘোষণা করেছে মস্কো। তাদেরকে আগামী রোববারের মধ্যে তাদের রাশিয়া ছাড়তে হবে।

এফপি’র সূত্র মতে- স্নায়ুযুদ্ধের পর থেকে রাশিয়া ও অস্ট্রিয়ার মধ্যে নিরপেক্ষ সম্পর্ক বজায় ছিল। এ ঘোষণার মাধ্যমে দুই দেশের সম্পর্কে ফাটল দেখা দিতে পারে।#

পার্সটুডে/এসআইবি/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।