রুশ টিভি সাংবাদিককে হত্যার ইউক্রেনীয় পরিকল্পনা নস্যাতের দাবি করলেন পুতিন
(last modified Mon, 25 Apr 2022 15:01:03 GMT )
এপ্রিল ২৫, ২০২২ ২১:০১ Asia/Dhaka
  • রুশ সাংবাদিক স্লোভইয়েভ
    রুশ সাংবাদিক স্লোভইয়েভ

রাশিয়ার গোয়েন্দা সংস্থা এফএসবি দেশটির প্রখ্যাত সাংবাদিক ভ্লাদিমির স্লোভইয়েভকে হত্যা প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়ার দাবি করেছে।

ইউক্রেনের দিকনির্দেশনায় একদল নব্য নাৎসি এই হত্যাকাণ্ড ঘটাতে চেয়েছিল। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক বৈঠকে হত্যাপ্রচেষ্টার কথা জানিয়ে বলেছেন, তারা এটা অস্বীকার করবে। কিন্তু এটা সত্য ঘটনা। এ সংক্রান্ত অকাট্য প্রমাণ রয়েছে। 

ভ্লাদিমির স্লোভইয়েভ হচ্ছেন রাশিয়ার প্রখ্যাত সাংবাদিক এবং টিভি চ্যানেলের রাজনৈতিক টকশোর জনপ্রিয় উপস্থাপক।

এদিকে, রাশিয়ার নিরাপত্তা বাহিনী জানিয়েছে, নব্য-নাৎসি গ্রুপের কয়েকজন রুশ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এদের সবাই ছিল যারা উগ্র জাতীয়তাবাদে বিশ্বাসী। তারা রাশিয়ার সাংবাদিক ভ্লাদিমির স্লোভইয়েভকে হত্যার পরিকল্পনা করছিল।

নিরাপত্তা বাহিনীর সদস্যরা নব্য নাৎসিদের কাছ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক ও অস্ত্র উদ্ধারের দাবি করেছে।

ইউক্রেন সরকার রুশ বিরোধী নব্য-নাৎসিদের অভয়ারণ্যে পরিণত হয়েছে বলে রাশিয়া অভিযোগ করে আসছে। ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানের পেছনেও নব্য-নাৎসিদের উৎখাত করা একটি উদ্দেশ্য বলে মস্কো জানিয়েছে।#   

পার্সটুডে/এসএ/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ