ইউক্রেনের সেনাদেরকে ইউরোপে প্রশিক্ষণ দিচ্ছে আমেরিকা
ইউক্রেনের সেনা সদস্যদেরকে ইউরোপের মাটিতে সামরিক প্রশিক্ষণ দিচ্ছে আমেরিকা। মার্কিন প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগনের মুখপাত্র জন কিরবি এ তথ্য দিয়েছেন।
গতকাল (শুক্রবার) প্রেস ব্রিফিংয়ের সময় তিনি বলেন, "আমি ঘোষণা দিতে পারি যে, ইউক্রেনের সেনা সদস্যদেরকে আমেরিকা জার্মানির কয়েকটি ঘাঁটিতে প্রশিক্ষণ দিচ্ছে।"
জার্মানির সহযোগিতায় আমেরিকা এই প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করছে এবং সেখানে ইউক্রেনের সেনারা আর্টিলারি, রাডার এবং ট্যাংক পরিচালনার কৌশল শিখছে।
জন কিরবি বলেন, মার্কিন নিরাপত্তা সহযোগিতা প্যাকেজের আওতায় জার্মানি এবং ইউরোপের আরো কয়েকটি জায়গায় এই নতুন প্রশিক্ষণ কর্মসূচি চলছে। আশা করা যায় ইউক্রেনের সেনারা আগামী দিনগুলোতে রাশিয়ার বিরুদ্ধে শক্তিশালী অবস্থান তৈরি করবে। জন কিরবি জানান, ২০২১ সালে আমেরিকা ইউক্রেনকে ৪৩০ কোটি ডলারের সামরিক সহায়তা দিয়েছে।
পেন্টাগন মুখপাত্র বলেন, তাদের কোনো প্রশিক্ষককে ইউক্রেনে পাঠানোর পরিকল্পনা নেই, সমস্ত প্রশিক্ষণ দেশটির বাইরে চলবে।
আমেরিকার ঘনিষ্ঠ মিত্র ব্রিটেনও ইউক্রেনের সেনাদের প্রশিক্ষণ দিচ্ছে। খোদ ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন গত সপ্তাহে এ কথা জানিয়েছেন। তিনি বলেন, আমরা ইউক্রেনের সাথে পোল্যান্ডের মাটিতে প্রশিক্ষণ দিচ্ছি।#
পার্সটুডে/এসআইবি/৩০