রাশিয়ার গ্যাস আমদানি বন্ধের প্রস্তুতি নিচ্ছে ফিনল্যান্ড
https://parstoday.ir/bn/news/world-i107380-রাশিয়ার_গ্যাস_আমদানি_বন্ধের_প্রস্তুতি_নিচ্ছে_ফিনল্যান্ড
ফিনল্যান্ড সরকার এবং সে দেশের বিভিন্ন কোম্পানি রাশিয়া থেকে গ্যাস আমদানি বন্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। আগামী তিন সপ্তাহের কম সময়ের মধ্যে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারে দেশটি -এমন খবর দিয়েছে স্থানীয় গণমাধ্যম।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
মে ০১, ২০২২ ১৭:১৫ Asia/Dhaka
  • রাশিয়ার একটি গ্যাস সরবরাহ কেন্দ্র
    রাশিয়ার একটি গ্যাস সরবরাহ কেন্দ্র

ফিনল্যান্ড সরকার এবং সে দেশের বিভিন্ন কোম্পানি রাশিয়া থেকে গ্যাস আমদানি বন্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। আগামী তিন সপ্তাহের কম সময়ের মধ্যে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারে দেশটি -এমন খবর দিয়েছে স্থানীয় গণমাধ্যম।

ফিনল্যান্ডের গণমাধ্যমের খবর অনুসারে, রাশিয়ার এনার্জি জায়ান্ট গজপ্রম আগামী ২০ মে হেলসিংকির জন্য চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছে এবং এ সময়ের মধ্যে তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে, তারা রাশিয়ার মুদ্রা রুবলে গ্যাসের দাম পরিশোধ করবে কিনা।

মার্চ মাসের প্রথমদিকে রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা করেছিলেন, যেসব অবন্ধুসুলভ দেশ রাশিয়ার কাছ থেকে গ্যাস আমদানি করতে চায় তাদেরকে ডলার বা ইউরোরর পরিবর্তে রুবলের মাধ্যমে গ্যাসের দাম পরিশোধ করতে হবে। ইউক্রেনে রাশিয়া সামরিক অভিযান শুরুর পর মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে হাজার হাজার নিষেধাজ্ঞা আরোপ করলে প্রেসিডেন্ট পুতিন এই পদক্ষেপ নেন।

গত ২৮ এপ্রিল ফিনল্যান্ডের ইউরোপ বিষয়ক মন্ত্রী জানিয়েছিলেন, তার দেশ রাশিয়ার এই ‘প্রতারণার’ সঙ্গে একমত হবে না এবং তারা রুবলে গ্যাসের দাম পরিশোধ করবে না। ফিনল্যান্ডের ওই মন্ত্রী বলেন, “আমরা রাশিয়াকে রুবলের মাধ্যমে গ্যাসের দাম পরিশোধ করব না। দেশের কোন কোম্পানি মস্কোর দাবি মানবে কিনা সেটি তাদের ব্যাপার এবং তারা তাদের চুক্তির অবকাঠামো অনুসারে তা বিবেচনা করবে।”

রাশিয়া থেকে ফিনল্যান্ড তার চাহিদার শতকরা পাঁচ ভাগ গ্যাস আমদানি করে থাকে।#

পার্সটুডে/এসআইবি/১