পলাতক প্রেসিডেন্ট আশরাফ গনি আফগানিস্তানে ফিরেছেন!
(last modified Tue, 10 May 2022 01:04:08 GMT )
মে ১০, ২০২২ ০৭:০৪ Asia/Dhaka
  • আফগানিস্তানের পলাতক প্রেসিডেন্ট আশরাফ গনি
    আফগানিস্তানের পলাতক প্রেসিডেন্ট আশরাফ গনি

আফগানিস্তানের পলাতক প্রেসিডেন্ট আশরাফ গনি দেশে ফিরেছেন বলে কোনো কোনো গণমাধ্যম খবর দিয়েছে। আফগানিস্তানের বার্তা সংস্থা আওয়া জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যাপকভাবে আশরাফ গনির কাবুল প্রত্যাবর্তনের গুজব ছড়িয়ে পড়ার পর তাদের পক্ষ থেকে এ খবরের সত্যতা যাচাই করা হয়। নির্ভরযোগ্য একটি সূত্র আওয়াকে জানিয়েছে, গনি আফগানিস্তানে ফিরেছেন।

২০২১ সালের ১৫ আগস্ট তালেবান কাবুল দখল করার কয়েক ঘণ্টা আগে আশরাফ গনি দেশ থেকে পালিয়ে সংযুক্ত আরব আমিরাতে রাজনৈতিক আশ্রয় নেন। তিনি আবু ধাবিতে গিয়ে আমেরিকার বিশ্বাসঘাতকতাকে তার সরকারের পতনের জন্য দায়ী করেন। 

বার্তা সংস্থা আওয়া জানিয়েছে, আহমাদজাই বংশোদ্ভূত আশরাফ গনি ওই বংশের নেতাদের মধ্যস্থতায় তালেবানের সঙ্গে এক সমঝোতার ভিত্তিতে দেশে ফিরেছেন। তার নিরাপত্তার গ্যারান্টি দেয়ার জন্য তালেবান উপ পররাষ্ট্রমন্ত্রী শের মোহাম্মাদ স্তানাকজাই সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত সফর করেন।

তবে তালেবান সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এসব খবরের সত্যতা নিশ্চিত করা হয়নি।

এর আগে গতকাল আশরাফ গনির ভাই হিশমাত গনি আহমাদজাই আবু ধাবিতে আশরাফ গনির সঙ্গে নিজের তোলা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। এই ছবি প্রকাশের পর ভার্চুয়াল মাধ্যমে আফগান জনগণের মধ্যে ব্যাপকভাবে আশরাফ গনির দেশে প্রত্যাবর্তনের গুজব প্রচারিত হতে থাকে।

সম্প্রতি হিশমাত গনি আহমাদজাই ডয়েচে ভেলেকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, আশরাফ গনি দেশে ফিরে জনকল্যাণমূলক কাজে নিজেকে জড়াতে চান এবং রাজনীতিতে ফিরে যাওয়ার কোনো ইচ্ছে তার নেই।#

পার্সটুডে/এমএমআই/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ