৪ হাজার কোটি ডলারের প্যাকেজ প্রস্তাব পাস করল মার্কিন সিনেট
https://parstoday.ir/bn/news/world-i108162-৪_হাজার_কোটি_ডলারের_প্যাকেজ_প্রস্তাব_পাস_করল_মার্কিন_সিনেট
ইউক্রেনের জন্য চার হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ অনুমোদন করেছে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর মার্কিন সরকার ইউক্রেনে যত সহায়তা পাঠিয়েছে এই প্যাকেজ তার মধ্যে সবচেয়ে বড়।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ২০, ২০২২ ০৮:২২ Asia/Dhaka
  • মার্কিন সিনেট
    মার্কিন সিনেট

ইউক্রেনের জন্য চার হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ অনুমোদন করেছে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর মার্কিন সরকার ইউক্রেনে যত সহায়তা পাঠিয়েছে এই প্যাকেজ তার মধ্যে সবচেয়ে বড়।

সামরিক, অর্থনৈতিক ও মানবিক সহায়তার এই প্যাকেজ অনুমোদনের পক্ষে ৮৬ ও বিপক্ষে ১১ জন মার্কিন সিনেটর ভোট দিয়েছেন। গত সপ্তাহে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে বিলটি পাস হয়। স্থানীয় সময় বৃহস্পতিবার সিনেট বিলটি অনুমোদন করে। এর আগে রিপাবলিকান দলের এক সিনেটর বিলটি নিয়ে আপত্তি তোলেন। এজন্য এটি পাসে দেরি হয়। যে ১১ সিনেটর বিপক্ষে ভোট দিয়েছেন তারা সবাই রিপাবলিকান।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা চাক শুমার বলেন, ‘বৃহৎ এই সহায়তা বেঁচে থাকার জন্য লড়াইরত ইউক্রেনীয়দের চাহিদা মেটাবে।’ বিলম্ব হলেও কংগ্রেস থেকে অনুমোদন পাওয়ার পর এবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সই করলে বিলটি আইনে পরিণত হবে। তিনি বর্তমানে দক্ষিণ কোরিয়া সফরে রয়েছেন। মার্কিন বিভিন্ন গণমাধ্যম খবর দিয়েছে যে, বিলটি বিমানে করে দক্ষিণ কোরিয়ায় উড়িয়ে নেয়া হবে যাতে প্রেসিডেন্ট বাইডেন তাতে সই করতে পারে।#

পার্সটুডে/এসআইবি/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।