ইরানি কর্নেল হত্যার কথা স্বীকার করেছে ইসরাইল: নিউ ইয়র্ক টাইমস
https://parstoday.ir/bn/news/world-i108412-ইরানি_কর্নেল_হত্যার_কথা_স্বীকার_করেছে_ইসরাইল_নিউ_ইয়র্ক_টাইমস
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র কর্নেল হাসান সাইয়াদ খোদায়িকে হত্যার কথা স্বীকার করেছে ইহুদিবাদী ইসরাইল। মার্কিন দৈনিক নিউ ইয়ক টাইমস এ তথ্য জানিয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ২৬, ২০২২ ১৬:৪০ Asia/Dhaka
  • সাইয়াদ খোদায়ি
    সাইয়াদ খোদায়ি

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র কর্নেল হাসান সাইয়াদ খোদায়িকে হত্যার কথা স্বীকার করেছে ইহুদিবাদী ইসরাইল। মার্কিন দৈনিক নিউ ইয়ক টাইমস এ তথ্য জানিয়েছে।

পত্রিকাটির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইল ঐ হত্যাকাণ্ডে তাদের জড়িত থাকার কথা আমেরিকার সরকারকে জানিয়েছে। একটি গোয়েন্দা সূত্রের মাধ্যমে এ বিষয়ে নিশ্চিত হতে পেরেছে দৈনিক নিউ ইয়র্ক টাইমস।

পত্রিকাটি লিখেছে, ইসরাইলের মুখপাত্র ইরানি কর্নেলকে হত্যার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি না হলেও গোয়েন্দা সূত্রে জানা গেছে ইসরাইল আমেরিকাকে এ বিষয়ে বার্তা পাঠিয়েছে এবং ঐ বার্তায় বলা হয়েছে ইসরাইলের নিযুক্ত ব্যক্তিরাই সাইয়াদ খোদায়িকে হত্যা করেছে।

গত রোববার রাজধানী তেহরানে সন্ত্রাসী হামলায় শহীদ হন আইআরজিসি'র কর্নেল হাসান সাইয়াদ খোদায়ি।

ইরান এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে। আইআরজিসি'র প্রধান জেনারেল হোসেইন সালামি বলেছেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে বিশ্ব সাম্রাজ্যবাদী শক্তি জড়িত। শত্রুদের যেকোনো পদক্ষেপের জবাব দেওয়া হবে।

শহীদ খোদায়ির রক্ত বৃথা যাবে না বলে দৃঢ়তার সঙ্গে ঘোষণা করেন তিনি।#

পার্সটুডে/এসএ/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।