'রাশিয়ার সঙ্গে চুক্তি করে লাভ নেই, শক্তি প্রয়োগেই থামাতে হবে'
(last modified Sun, 29 May 2022 05:53:28 GMT )
মে ২৯, ২০২২ ১১:৫৩ Asia/Dhaka
  • মিখাইলো পোদোলিয়াক
    মিখাইলো পোদোলিয়াক

ইউক্রেনের প্রধান শান্তি আলোচক মিখাইলো পোদোলিয়াক বলেছেন, রাশিয়ার সঙ্গে চুক্তি করার চিন্তা করে কোনো লাভ নেই বরং তাকে শক্তি প্রয়োগের মাধ্যমেই থামাতে হবে। গতকাল (শনিবার) টেলিগ্রামে দেয়া এক পোস্টে ইউক্রেনের প্রেসিডেন্টের ঘনিষ্ঠ সহযোগী একথা বলেন।

তিনি রাশিয়াকে বর্বর রাষ্ট্র আখ্যা দিয়ে বলেন, “কোনো নৈরাশ্যবাদী ও রাজনৈতিক প্রচারসর্বস্ব দেশের সঙ্গে আলোচনা করা কী সম্ভব? রাশিয়া প্রমাণ করে দিয়েছে যে, এটি একটি বর্বর রাষ্ট্র যারা বিশ্ব নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে।” পোদোলিয়াক তীর্যক মন্তব্য করে বলেন, বর্বর রাষ্ট্রকে শুধুমাত্র শক্তি প্রয়োগের মাধ্যমেই থামানো সম্ভব।

গত ২৪ জানুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া

ইউক্রেনের প্রধান আলোচকের এই বক্তব্য দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাম্প্রতিক বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক। চলমান সংকট সমাধানের জন্য জেলেনস্কি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আলোচনার পরামর্শ দিয়ে বলেছেন, পুতিন যেহেতু সব বিষয়ে একাই সিদ্ধান্ত নিয়ে থাকেন সে কারণে তার সঙ্গে আলোচনা করাই হবে ফলদায়ক।#   

পার্সটুডে/এসআইবি/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ