তাইওয়ান নিয়ে যুদ্ধ শুরু করতে দ্বিধা করবে না চীন
https://parstoday.ir/bn/news/world-i109076-তাইওয়ান_নিয়ে_যুদ্ধ_শুরু_করতে_দ্বিধা_করবে_না_চীন
চীনের প্রতিরক্ষা মন্ত্রী ওয়ি ফংহো হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তাইওয়ান যদি স্বাধীনতা ঘোষণা করে তাহলে বেইজিং যুদ্ধ শুরু করতে মোটেই দ্বিধা করবে না।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ১১, ২০২২ ১২:৫৭ Asia/Dhaka
  • চীনের প্রতিরক্ষা মন্ত্রী ওয়ি ফংহো
    চীনের প্রতিরক্ষা মন্ত্রী ওয়ি ফংহো

চীনের প্রতিরক্ষা মন্ত্রী ওয়ি ফংহো হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তাইওয়ান যদি স্বাধীনতা ঘোষণা করে তাহলে বেইজিং যুদ্ধ শুরু করতে মোটেই দ্বিধা করবে না।

গতকাল সিঙ্গাপুরে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠকে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। ওয়ি ফাংহো বলেন, যদি কেউ চীনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ অব্যাহত রাখে এবং তাইওয়ানকে চীন থেকে বিচ্ছিন্ন করার দুঃসাহস দেখায় তাহলে বেইজিং যুদ্ধ শুরু করতে মোটেই দ্বিধা করবে না- এজন্য যত মূল্যই দিতে হোক না কেন।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন

চীনা প্রতিরক্ষামন্ত্রী বলেন, তাইওয়ানকে কেন্দ্র করে যেকোনো ষড়যন্ত্র চীন শক্তভাবে মোকাবেলা করবে এবং সরকার যেকোনো মূল্যে নিজের মাতৃভূমি রক্ষা করবে।

তিনি জোর দিয়ে বলেন, তাইওয়ান হচ্ছে চীনের অংশ এবং তাইওয়ানকে ব্যবহার করে চীনকে নিয়ন্ত্রণের চেষ্টা কখনো সফল হবে না।

বৈঠকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেন, তাইওয়ানকে কেন্দ্র করে ওই অঞ্চল অস্থিতিশীল করার তৎপরতা থেকে বেইজিংকে বিরত থাকতে হবে।#

পার্সটুডে/এসআইবি/১১