ইউক্রেনকে পরমাণু অস্ত্র দেয়ার অধিকার পশ্চিমাদের আছে: ইইউ আইনপ্রণেতা
https://parstoday.ir/bn/news/world-i109156
ইউরোপীয় ইউনিয়নের একজন আইনপ্রণেতা করেছেন, রাশিয়ার আগ্রাসন মোকাবেলায় ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনকে পরমাণু অস্ত্র দেয়ার অধিকার রাখে। ইউরোপীয় পার্লামেন্টের আইন প্রণেতা এবং পোল্যান্ডেরে সাবেক পররাষ্ট্রমন্ত্রী রাদোস্লাভ সিকরোস্কি একথা বলেছেন।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
জুন ১৩, ২০২২ ০৮:৪৫ Asia/Dhaka
  • রাদোস্লাভ সিকরোস্কি
    রাদোস্লাভ সিকরোস্কি

ইউরোপীয় ইউনিয়নের একজন আইনপ্রণেতা করেছেন, রাশিয়ার আগ্রাসন মোকাবেলায় ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনকে পরমাণু অস্ত্র দেয়ার অধিকার রাখে। ইউরোপীয় পার্লামেন্টের আইন প্রণেতা এবং পোল্যান্ডেরে সাবেক পররাষ্ট্রমন্ত্রী রাদোস্লাভ সিকরোস্কি একথা বলেছেন।

শনিবার ইউক্রেনের এসপ্রেসো টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেন। সিকরোস্কি বলেন, ইউক্রেন যাতে তার স্বাধীনতা রক্ষা করতে পারে সে জন্য পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে পরমাণু ওয়ারহেড দেয়ার অধিকার রাখে।

২০০৭ থেকে ২০১৪ সাল পর্যন্ত সিকরোস্কি পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বলেন, রাশিয়া বুদাপেস্ট মেমোরেন্ডাম লঙ্ঘন করেছে।

১৯৯৪ সালে সই হওয়া ওই সমঝোতায় ইউক্রেন, রাশিয়া, ব্রিটেন এবং আমেরিকা সই করে। এই সমঝোতায় সইয়ের মাধ্যমে ইউক্রেন তার হাতে থাকা সোভিয়েত আমলের পরমাণু অস্ত্র সমর্পণ করতে রাজি হয়। এর বিনিময়ে ইউক্রেনের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখানোর অঙ্গীকার করে রাশিয়া।#

পার্সটুডে/এসআইবি/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।