ইউক্রেনের প্রার্থিতার প্রতি সমর্থন দিলো জার্মানি ফ্রান্স ইতালি রোমানিয়া
https://parstoday.ir/bn/news/world-i109344-ইউক্রেনের_প্রার্থিতার_প্রতি_সমর্থন_দিলো_জার্মানি_ফ্রান্স_ইতালি_রোমানিয়া
ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ার জন্য ইউক্রেনের প্রতি সমর্থন জানিয়েছে জার্মানি, ফ্রান্স, ইতালি এবং রোমানিয়া। গতকাল (বৃহস্পতিবার) ইউক্রেনের রাজধানী কিয়েভ সফরে গিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন এক যৌথ সংবাদ সম্মেলনে এ সমর্থনের কথা তুলে ধরেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ১৭, ২০২২ ০৮:৫০ Asia/Dhaka
  • ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে (মাঝে) ইউরোপীয় নেতারা
    ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে (মাঝে) ইউরোপীয় নেতারা

ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ার জন্য ইউক্রেনের প্রতি সমর্থন জানিয়েছে জার্মানি, ফ্রান্স, ইতালি এবং রোমানিয়া। গতকাল (বৃহস্পতিবার) ইউক্রেনের রাজধানী কিয়েভ সফরে গিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন এক যৌথ সংবাদ সম্মেলনে এ সমর্থনের কথা তুলে ধরেন।

সফরে ম্যাক্রন ছাড়াও জার্মান চ্যান্সেলর ওলাফ শোলয, ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি এবং রোমানিয়ার প্রেসিডেন্ট ক্লাউস লোহানিস ছিলেন। তারা সবাই ইউরোপীয় ইউনিয়নে ইউক্রেনের সদস্য হওয়ার প্রতি সমর্থন জানান। ইউক্রেনের আরেক প্রতিবেশী দেশ মলদোভার প্রতিও ইউরোপীয় ইউনিয়নের সদস্য হ্ওয়ার জন্য সমর্থন জানান তারা।

এসময় জার্মান চ্যান্সেলর ওলাফ শোলয বলেন, তার দেশ মনে করে ইউক্রেন হচ্ছে ইউরোপীয় পরিবারের অংশ। ফলে বার্লিন ইউক্রেনকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য হিসেবে দেখতে চায়।

ধারণা করা হচ্ছে ইউক্রেনকে সদস্য হিসেবে গ্রহণ করার জন্য আজ ইউরোপীয় কমিশন আনুষ্ঠানিকভাবে সুপারিশ করবে। তবে এ দুই দেশের সদস্য হ্ওয়ার বিষয়টি চূড়ান্তভাবে ইউরোপীয় ইউনিয়নের সব দেশের কাঁধে। ইইউ জোটের সদস্য হতে হলে সব সদস্য দেশের সম্মতি প্রয়োজন।#

পার্সটুডে/এসআইবি/১৭