ব্রিটেনে বরিস জনসনের সরকার থেকে আরো এক মন্ত্রীর পদত্যাগ
https://parstoday.ir/bn/news/world-i110210-ব্রিটেনে_বরিস_জনসনের_সরকার_থেকে_আরো_এক_মন্ত্রীর_পদত্যাগ
ব্রিটেনের মন্ত্রিসভা থেকে আরো এক সদস্য পদত্যাগ করেছেন। সর্বশেষ পদত্যাগ করা মন্ত্রী উইল কুইন্স দেশটির জুনিয়র এডুকেশন মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ০৬, ২০২২ ১৭:৫৫ Asia/Dhaka
  • উইল কুইন্স (বামে) পাশে প্রধানমন্ত্রী বরিস জনসন
    উইল কুইন্স (বামে) পাশে প্রধানমন্ত্রী বরিস জনসন

ব্রিটেনের মন্ত্রিসভা থেকে আরো এক সদস্য পদত্যাগ করেছেন। সর্বশেষ পদত্যাগ করা মন্ত্রী উইল কুইন্স দেশটির জুনিয়র এডুকেশন মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পত্যাগের দুই দিন আগেও এই মন্ত্রী রাজনৈতিকভাবে সংকটাপন্ন প্রধানমন্ত্রী বরিস জনসনের পক্ষে শক্ত অবস্থানে ছিলেন। তিনি সোমবার স্কাই নিউজকে বলেছিলেন, রক্ষণশীল দলের এমপি ক্রিস্টোফার প্রিন্সারের বিরুদ্ধে যে অভিযোগ এসেছে সে সম্পর্কে ১০ নং ডাউনিং স্ট্রিট কিছুই জানত না বলে তাকে আশ্বস্ত করেছে।

কিন্তু এরপর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয় যে, এমপি প্রিন্সারকে চলতি বছরের প্রথম দিকে পার্লামেন্টের ডেপুটি হুইপ নিয়োগ দেয়ার আগেই তার অসংযত যৌনাচার সম্পর্কে বরিস জনসন জানতেন।

এ প্রেক্ষাপটে কুইন্স তার পদত্যাগের সিদ্ধান্ত ঘোষণা করে টুইটার পোস্টে বলেছেন, প্রিন্সার সম্পর্কে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ভুল আশ্বাসের কারণে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। তিনি জনসনের সাফল্য কামনা করেছেন।

এর আগে গতকাল ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ এবং অর্থমন্ত্রী ঋষি সুনাক পদত্যাগ করেছেন। প্রভাবশালী দুই মন্ত্রীর পদত্যাগে বরিস জনসনের রক্ষণশীল সরকার চাপে পড়েছে। এর মধ্যে কুইন্সের এই পদত্যাগের ঘটনা সেই চাপকে আরো বাড়িয়ে তুলবে।#

পার্সটুডে/এসআইবি/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।