তেল উত্তোলনের বিষয়ে সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হলো ওপেক
তেল উত্তোলনের পরিমাণ নির্ধারণের বিষয়ে সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হয়েছে তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেক। আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ ও দামের ওপর প্রভাব বিস্তার করার জন্য এ পদক্ষেপ জরুরি বলে মনে করা হচ্ছিল।
সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হওয়ার পরও অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় বৈঠকে শেষে ওপেকের মন্ত্রীরা জোর দিয়ে বলেছেন, তেলের দাম ধীরে ধীরে বাড়ছে, এতেই তারা সন্তুষ্ট। বৈঠক শেষে মন্ত্রীরা চূড়ান্ত বিবৃতিতে বলেছেন, তেল উত্তোলনের বিষয়ে ওপেক কোনো সীমারেখা বেধে দিচ্ছে না।
এতে আরো বলা হয়েছে, গত ডিসেম্বরে ওপেকের বৈঠকের পর এ পর্যন্ত তেলে দাম শতকরা ৮০ ভাগের বেশি বেড়েছে। জানুয়ারি মাসে তেলের দাম ছিল ব্যারেল প্রতি ৩০ ডলার। গত সপ্তাহে তা বেড়ে ৫০ ডলারের বেশি হয়েছে।
সৌদি আরব সম্প্রতি বলেছে, তারা তেল উত্তোলন কমাতে পারে। এ ঘোষণা তেলের বাজারের ওপর প্রভাব ফেলেছে বলে মনে করা হচ্ছে। তবে এখনো প্রতিদিন আন্তর্জাতিক বাজারে অন্তত ২৫ লাখ ব্যারেল তেল বেশি সরবরাহ করা হচ্ছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২