চীনের প্রস্তাবিত 'এক দেশ, দুই ব্যবস্থা' মডেল প্রত্যাখ্যান করল তাইওয়ান
https://parstoday.ir/bn/news/world-i111768-চীনের_প্রস্তাবিত_'এক_দেশ_দুই_ব্যবস্থা'_মডেল_প্রত্যাখ্যান_করল_তাইওয়ান
চীনের প্রস্তাবিত 'এক দেশ, দুই ব্যবস্থা' মডেল প্রত্যাখ্যান করেছে তাইওয়ান সরকার। তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জোয়ান ওউ আজ (বৃহস্পতিবার) রাজধানী তাইপে-তে এক সংবাদ সম্মেলনে বলেছেন, কেবল তাইওয়ানের জনগণই তাদের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ১১, ২০২২ ১৮:২৭ Asia/Dhaka
  • চীনের প্রস্তাবিত 'এক দেশ, দুই ব্যবস্থা' মডেল প্রত্যাখ্যান করল তাইওয়ান

চীনের প্রস্তাবিত 'এক দেশ, দুই ব্যবস্থা' মডেল প্রত্যাখ্যান করেছে তাইওয়ান সরকার। তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জোয়ান ওউ আজ (বৃহস্পতিবার) রাজধানী তাইপে-তে এক সংবাদ সম্মেলনে বলেছেন, কেবল তাইওয়ানের জনগণই তাদের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারেন।

স্বশাসিত দ্বীপ তাইওয়ানের সামাজিক ও রাজনৈতিক ব্যবস্থা আংশিক রক্ষণাবেক্ষণে কিছু স্বায়ত্তশাসনের প্রতিশ্রুতি দিয়ে চলতি সপ্তাহে এক শ্বেতপত্র প্রকাশ করেছে চীন। এই শ্বেতপত্রে বেইজিং 'এক দেশ, দুই নীতি' মডেল প্রকাশ করেছে।

মন্ত্রণালয়ের মুখপাত্র জোয়ান ওউ আরও বলেন, তাইওয়ানের জনগণকে ভয় দেখানোর জন্য মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইপে সফরকে একটি ইস্যু বানিয়েছে চীন। ইস্যুটিকে তারা 'নতুন স্বাভাবিক অবস্থা' তৈরির অজুহাত হিসেবে ব্যবহার করছে বলেও অভিযোগ করেন তিনি।

শ্বেতপত্রে চীন আরও বলেছে, বেইজিং শান্তিপূর্ণভাবে মূল ভূখণ্ডের সঙ্গে তাইওয়ানকে একীভূত করতে চায় তবে বলপ্রয়োগের বিষয়টি বাদ দেবে না; প্রয়োজন হলে সামরিক উপায়ে তাইওয়ানকে একীভূত করা হবে।#

পার্সটুডে/এসএ/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।