নাসা আবারো স্থগিত করল চন্দ্র অভিযানের রকেট উৎক্ষেপণ
https://parstoday.ir/bn/news/world-i112824-নাসা_আবারো_স্থগিত_করল_চন্দ্র_অভিযানের_রকেট_উৎক্ষেপণ
মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা দ্বিতীয় দফায় চন্দ্র অভিযানের জন্য আর্মেটিস মিশনের এস এল এস রকেট উৎক্ষেপণ স্থগিত করেছে। নাসা জানিয়েছে, রকেটের জ্বালানি ট্যাংকিতে আরো একটি ছিদ্র পাওয়া গেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ০৪, ২০২২ ১৫:০১ Asia/Dhaka
  • এসএলএস রকেট
    এসএলএস রকেট

মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা দ্বিতীয় দফায় চন্দ্র অভিযানের জন্য আর্মেটিস মিশনের এস এল এস রকেট উৎক্ষেপণ স্থগিত করেছে। নাসা জানিয়েছে, রকেটের জ্বালানি ট্যাংকিতে আরো একটি ছিদ্র পাওয়া গেছে।

গতকাল (শনিবার) ১০০ মিটার দীর্ঘ এ রকেট উৎক্ষেপণের কথা ছিল। এর আগে চলতি সপ্তাহের প্রথম দিকে এক দফা এই রকেট উৎক্ষেপণের প্রচেষ্টা স্থগিত করতে বাধ্য হন নাসার বিজ্ঞানীরা।

গতকাল দ্বিতীয় দফায় রকেট উৎক্ষেপণ বন্ধের ঘোষণা দেয়ার পর কবে এই রকেট নতুন করে উৎক্ষেপণ করা হবে তার সম্ভাব্য কোনো তারিখ নাসা জানায়নি।

রকেটের জ্বালানি ট্যাংকিতে যে ছিদ্র দেখা দিয়েছে তা ঠিক করতে হলে রকেটকে লঞ্চ প্যাড থেকে খুলে নিতে হবে এবং ঠিকঠাক করার পর আবার তাকে হ্যাঙ্গারে ফিরে আনতে হবে। সেক্ষেত্রে অক্টোবরের দিকে রকেট উৎক্ষেপণ করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, রকেট উৎক্ষেপণ প্রকল্পের পরিচালক চার্লি ব্ল্যাকওয়েল-থমসন এবং তার দল এই ছিদ্র ঠিক করার চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়েছে। ছিদ্র বন্ধের জন্য তারা প্রায় তিন থেকে চার ঘন্টা চেষ্টা চালান। শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে রকেট উৎক্ষেপণ স্থগিতের ঘোষণা দেয়া হয়।

নাসা নতুন করে চাঁদে অভিযান পরিচালনার চেষ্টা করছেন। এর অংশ হিসেবে প্রথমে মানুষ বিহীন রকেট পাঠাতে চায়। এই অভিযান থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে নাসা দ্বিতীয় রকেট পাঠাবে এবং তাতে মানুষ থাকবে। ৫০ বছর আগে আমেরিকা সর্বপ্রথম চাঁদের বুকে মানুষ পাঠিয়েছিল। এখন তারা নতুন করে আবার চাঁদে মানুষ পাঠাতে চায়।#

পার্সটুডে/এসআইবি/৪