রাশিয়ার পরমাণু স্থাপনায় হামলার আহ্বান জেলেনস্কির; ল্যাভরভের প্রতিক্রিয়া
https://parstoday.ir/bn/news/world-i114210-রাশিয়ার_পরমাণু_স্থাপনায়_হামলার_আহ্বান_জেলেনস্কির_ল্যাভরভের_প্রতিক্রিয়া
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার বিরুদ্ধে আগাম হামলা চালানো মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর প্রতি যে আহ্বান জানিয়েছেন তার তীব্র জবাব দিয়েছে মস্কো। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, কিয়েভ সরকার পরমাণু অস্ত্র ব্যবহারের মতো বিপজ্জনক পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ০৮, ২০২২ ০৭:১৮ Asia/Dhaka
  • ভলোদিমির জেলেস্কি- সের্গেই ল্যাভরভ
    ভলোদিমির জেলেস্কি- সের্গেই ল্যাভরভ

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার বিরুদ্ধে আগাম হামলা চালানো মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর প্রতি যে আহ্বান জানিয়েছেন তার তীব্র জবাব দিয়েছে মস্কো। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, কিয়েভ সরকার পরমাণু অস্ত্র ব্যবহারের মতো বিপজ্জনক পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে।

তিনি আরো বলেছেন, জেলেনস্কি রাশিয়ায় হামলা চালানোর যে আহ্বান জানিয়েছেন তা থেকে সুস্পষ্টভাবে প্রমাণ হয়ে গেছে যে, ইউক্রেনে সামরিক অভিযান জরুরি হয়ে পড়েছিল।

জেলেনস্কি গতকাল (শুক্রবার) অস্ট্রেলিয়ার একটি থিংকট্যাংকে ভিডিও কলে যুক্ত হয়ে দেয়া বক্তৃতায় ন্যাটো জোটের প্রতি ওই আহ্বান জানান। তিনি বলেন, রাশিয়া পরমাণু অস্ত্র ব্যবহারের যে হুমকি দিচ্ছে তা প্রতিহত করার জন্য ন্যাটোর উচিত রুশ পরমাণু স্থাপনাগুলোতে আগাম হামলা চালানো। জেলেনস্কি দাবি করেন, ন্যাটো যদি আগামী এ কাজ না করে তাহলে তাকে রাশিয়ার পক্ষ থেকে পরমাণু হামলার শিকার হতে হবে।

রুশ পররাষ্ট্রমন্ত্রী তার প্রতিক্রিয়ায় কিয়েভ সরকারের প্রতি ওয়াশিংটনের বেপরোয়া সমর্থনের ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যখন পরমাণু অস্ত্র ব্যবহারের কথা উঠবে তখন রাশিয়া চুপচাপ বসে থাকবে না এবং এ ব্যাপারে কিয়েভের বেপরোয়া আচরণ মুখ বুজে সহ্য করবে না।

ল্যাভরভ ইউক্রেনের প্রতি আমেরিকাসহ পশ্চিমা দেশগুলোর ভয়ঙ্কর সমরাস্ত্র সাহায্যের প্রতি ইঙ্গিত করে আরো বেশি সমরাস্ত্র সরবরাহ করার ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করেন। #

পার্সটুডে/এমএমআই/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।