ইউক্রেন ‘ডার্টি বোমা’ ব্যবহার করলে তা হবে পরমাণু সন্ত্রাসবাদ: রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i114930-ইউক্রেন_ডার্টি_বোমা’_ব্যবহার_করলে_তা_হবে_পরমাণু_সন্ত্রাসবাদ_রাশিয়া
রাশিয়া বলেছে, চলমান যুদ্ধে ইউক্রেন কথিত ডার্টি বোমা ব্যবহারের পরিকল্পনা করছে যা রাশিয়ার কাছে পরমাণু সন্ত্রাসবাদ বলে বিবেচিত হবে। ইউক্রেনের এই পরিকল্পনা বাতিল করানোর জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে মস্কো।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ২৫, ২০২২ ১৩:০২ Asia/Dhaka
  • জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া
    জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া

রাশিয়া বলেছে, চলমান যুদ্ধে ইউক্রেন কথিত ডার্টি বোমা ব্যবহারের পরিকল্পনা করছে যা রাশিয়ার কাছে পরমাণু সন্ত্রাসবাদ বলে বিবেচিত হবে। ইউক্রেনের এই পরিকল্পনা বাতিল করানোর জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে মস্কো।

জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া গতকাল (সোমবার) এক চিঠিতে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এবং নিরাপত্তা পরিষদকে এই আহ্বান জানান।

নেবেনজিয়া সুস্পষ্ট করে বলেন, “কিয়েভ সরকারের ডার্টি বোমা ব্যবহারের বিষয়টিকে আমরা সন্ত্রাসবাদ হিসেবে বিবেচনা করব।” আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টিকারী এ ধরনের পরিকল্পনা বাতিল করার জন্য কিয়েভ সরকারের ওপর প্রভাব বিস্তার করতে পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানান রাশিয়ার রাষ্ট্রদূত।

তিনি বলেন, এই ধরনের ঘৃণ্য অপরাধ সংঘটন থেকে ইউক্রেনকে বিরত রাখতে জাতিসংঘ মহাসচিবকে তার সব ধরনের ক্ষমতা ব্যবহারের জন্য আমরা আহ্বান জানাচ্ছি। মস্কো আগেই ঘোষণা করেছে, আজ মঙ্গলবার তারা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে এ ব্যাপারে নিজেদের উদ্বেগের কথা তুলে ধরবেন।#

পার্সটুডে/এসআইবি/২৫