ইরানে মাজারে সন্ত্রাসী হামলার নিন্দা জানালো আফগান তালেবান
https://parstoday.ir/bn/news/world-i115068-ইরানে_মাজারে_সন্ত্রাসী_হামলার_নিন্দা_জানালো_আফগান_তালেবান
আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবান ইরানের দক্ষিণাঞ্চলীয় শিরাজ শহরে হজরত আহমাদ বিন মূসা (আ.)'র মাজারে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ২৮, ২০২২ ১৫:৫৯ Asia/Dhaka
  • হামলায় আহত এই শিশুর বাবা, মা ও ভাই নিহত হয়েছেন
    হামলায় আহত এই শিশুর বাবা, মা ও ভাই নিহত হয়েছেন

আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবান ইরানের দক্ষিণাঞ্চলীয় শিরাজ শহরে হজরত আহমাদ বিন মূসা (আ.)'র মাজারে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছে।

তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ আজ (শুক্রবার) এই টুইটার বার্তায় বলেছেন, আমরা এই সন্ত্রাসী হামলার নিন্দা জানাচ্ছি এবং হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি।

তিনি আরও বলেছেন, আফগানিস্তানের সরকারও এই সন্ত্রাসী হামলার নিন্দা জানাচ্ছে।

জবিউল্লাহ মুজাহিদ

 

জবিউল্লাহ মুজাহিদ বলেন, আফগানিস্তানেও তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএস বহু বার হামলা চালিয়ে অনেক নিরপরাধ মানুষকে হত্যা করেছে। আইএস গোষ্ঠী পবিত্র ইসলাম ধর্ম এবং মুসলমানদের শত্রু।

গত বুধবার ইরানের ফার্স প্রদেশের কেন্দ্রীয় শহর শিরাজে হজরত আহমাদ বিন মূসা (আ.)'র পবিত্র মাজারে দায়েশ বা আইএস'র এক সন্ত্রাসীর বন্দুক হামলায় দুই শিশুসহ ১৫ জন জিয়ারতকারী শহীদ ও ৩০ জন আহত হয়েছেন।#

পার্সটুডে/এসএ/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।