নভেম্বর ১৩, ২০২২ ০৮:১৬ Asia/Dhaka
  • সিনেটে বড় সাফল্য; প্রতিনিধি পরিষদেও কঠিন লড়াই করছে ডেমোক্র্যাটরা

সব ভবিষ্যদ্বাণী ব্যর্থ করে দিয়ে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ নেওয়ার খুব কাছাকাছি চলে এসেছে প্রেসিডেন্ট জো বাইডেনের ডেমোক্রেটিক পার্টি। শুক্রবার রাতে অ্যারিজোনা অঙ্গরাজ্যে ডেমোক্র্যাট সিনেটর প্রার্থী মার্ক কেলি জয়ী হওয়ার পর ১০০ আসনের সিনেটে দুই দলের ৪৯টি করে আসন নিশ্চিত হয়েছে।

সিনেটের নিয়ন্ত্রণ নিতে ডেমোক্র্যাটদের বাকি দুইটি আসনের একটিতে জিতলেই হবে। কিন্তু রিপাবলিকানদের দুটিতেই জয় পেতে হবে। কারণ সিনেটে কোনো ইস্যুতে ভোট ৫০-৫০ হলে সেক্ষেত্রে ‘টাই-ব্রেকার’-এর জন্য ডেমোক্র্যাটদের পক্ষে একটি ভোট দিতে পারবেন সিনেটের প্রেসিডেন্ট কমলা হ্যারিস। ডেমোক্র্যাটরা সিনেটের নিয়ন্ত্রণ পেলে আগামী দুই বছর কিছুটা হলেও স্বস্তিতে থাকবে বাইডেন প্রশাসন।

এখনো নেভাদা অঙ্গরাজ্যে ভোট গণনা চলছে। সেখানে রিপাবলিকান প্রার্থী অ্যাডাম ল্যাক্সাল্ট ডেমোক্র্যাট প্রার্থী ক্যাথরিন কোর্টেজ মাস্টোর চেয়ে সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছেন। ব্যবধান কম হওয়ায় ৯৪ শতাংশ ভোট গণনার পরও কে জিতছেন সে পূর্বাভাস পাওয়া যাচ্ছে না। কিন্তু বর্তমান ডেমোক্র্যাট সিনেটর কোর্টেজ মাস্টো শেষ পর্যন্ত জয়লাভ করলে সিনেটের নিয়ন্ত্রণ চলে আসবে ডেমোক্র্যাটদের হাতে।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থিত একাধিক প্রার্থী পরাজিত হয়েছেন

অ্যারিজোনায় মার্ক কেলি ট্রাম্প সমর্থিত প্রার্থী ব্লেইক মাস্টার্সকে পরাজিত করেছেন। এর মাধ্যমে এবারের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্প সমর্থিত দুই জন রিপাবলিকান প্রার্থী পরাজিত হলেন। এদিকে অ্যারিজোনার নির্বাচনি কর্মকর্তা ভোট গণনায় অনিয়মের অভিযোগ নাকচ করেছেন। মারিকোপা কাউন্টির সুপারভাইজার বোর্ডের চেয়ারম্যান বিল গেটস রিপাবলিকান সিনেটর প্রার্থী ব্লেইক মাস্টার্স, রিপাবলিকান ন্যাশনাল কমিটি এবং অ্যারিজোনার রিপাবলিকান পার্টির অভিযোগ নাকচ করে বলেন, ভোট গণনায় কিছু অপ্রীতিকর হচ্ছে এমন অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। ভাল নির্বাচনি কর্মীদের জন্য এটি আপত্তিকর।

অন্যদিকে, কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নেওয়ার পথে এগিয়ে রয়েছে বিরোধী রিপাবলিকান পার্টি। যদিও সেই ব্যবধান কমে আসছে। ৪৩৫ আসনের প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নিতে ২১৮ আসন দরকার। এখন পর্যন্ত রিপাবলিকানরা ২১১টি আসনে জয় নিশ্চিত করেছেন। অন্যদিকে ডেমোক্র্যাটরা এখন পর্যন্ত ২০৩টি আসনে জয় পেয়েছেন। বাকি ২১টি আসনে এখনো ভোট গণনা চলছে। বেশির ভাগ আসনে লড়াই খুবই হাড্ডাহাড্ডি হচ্ছে। যে কারণে শেষ পর্যন্ত রিপাবলিকানরাই যে প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নেবে এমনটা জোর দিয়ে কেউ বলতে পারছে না।

গত মঙ্গলবার মধ্যবর্তী নির্বাচনে মার্কিন প্রতিনিধি পরিষদের ৪৩৫ আসন ও সিনেটের ১০০ আসনের মধ্যে ৩৫টিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এছাড়া ৩৬ গভর্নর পদেও ভোট হয়।#

পার্সটুডে/এমএমআই/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ