আমেরিকাকে পরমাণু অস্ত্র দিয়ে জবাব দেয়ার হুঁশিয়ার দিল উ. কোরিয়া
https://parstoday.ir/bn/news/world-i116108-আমেরিকাকে_পরমাণু_অস্ত্র_দিয়ে_জবাব_দেয়ার_হুঁশিয়ার_দিল_উ._কোরিয়া
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আমেরিকার হুমকি মোকাবেলার জন্য তার দেশ পরমাণু অস্ত্র ব্যবহার করতে দৃঢ় প্রতিজ্ঞ।
(last modified 2025-09-26T18:07:30+00:00 )
নভেম্বর ১৯, ২০২২ ২০:২০ Asia/Dhaka

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আমেরিকার হুমকি মোকাবেলার জন্য তার দেশ পরমাণু অস্ত্র ব্যবহার করতে দৃঢ় প্রতিজ্ঞ।

কোরিয় উপদ্বীপে যখন আমেরিকা তার সামরিক তৎপরতা বাড়িয়েছে এবং দক্ষিণ কোরিয়া ও জাপানের সাথে যৌথ সামরিক মহড়া চালাচ্ছে তখন এই হুঁশিয়ারি দিল উত্তর কোরিয়া।দেশটির সরকারি বার্তা সংস্থা কেসিএনএ আজ (শনিবার) জানিয়েছে, উত্তর কোরিয়ার সর্বশেষ আন্ত:মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর কিম জং উন এই হুঁশিয়ারি দিলেন। 

তিনি ব্যক্তিগতভাবে সর্বশেষ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ দেখভাল করেন।দক্ষিণ কোরিয়া এবং জাপানের সাথে আমেরিকা যে যৌথ মহড়া চালাচ্ছে তার নিন্দা জানান কিম জং উন। তিনি এই মহড়াকে আমেরিকার উন্মাদনা বলে উল্লেখ করেন। পাশাপাশি তিনি ঘোষণা দেন, আমেরিকা যদি উত্তর কোরিয়ার বিরুদ্ধে হুমকি দিতে থাকে তাহলে পিয়ংইয়ং পরমাণু অস্ত্র দিয়ে তার জবাব দেবে এবং প্রয়োজনে সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে পড়বে।

গতকাল উত্তর কোরিয়া তার সর্বশেষ আন্ত:মহাদেশীয় বেলাস্টিক ক্ষেপণাস্ত্র হাওয়াসং পরীক্ষা করে। বিশেষজ্ঞরা বলছেন, এই ক্ষেপণাস্ত্র আমেরিকার যেকোনো জায়গায় হামলা চালাতে পারে এবং এটি পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম।#

পার্সটুডে/এসআইবি/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।