রাশিয়ার ৬০টির বেশি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে: ইউক্রেনের দাবি 
https://parstoday.ir/bn/news/world-i116828-রাশিয়ার_৬০টির_বেশি_ক্ষেপণাস্ত্র_ভূপাতিত_করা_হয়েছে_ইউক্রেনের_দাবি
ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে, গতকাল রাশিয়ার সেনাবাহিনী যে ৭০টি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে তার মধ্যে ৬০টির বেশি ভূপাতিত করা হয়েছে। গতকাল (সোমবার) ইউক্রেনের বিমান বাহিনী জানায়, দেশের বিভিন্ন স্থানে রুশ বাহিনী এসব ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ০৬, ২০২২ ১১:৫৬ Asia/Dhaka
  • রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা
    রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা

ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে, গতকাল রাশিয়ার সেনাবাহিনী যে ৭০টি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে তার মধ্যে ৬০টির বেশি ভূপাতিত করা হয়েছে। গতকাল (সোমবার) ইউক্রেনের বিমান বাহিনী জানায়, দেশের বিভিন্ন স্থানে রুশ বাহিনী এসব ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির চিফ স্টাফ আনদ্রি ইয়ারমাক যুদ্ধক্ষেত্রের এই খবর নিশ্চিত করেছেন। এছাড়া, স্বয়ং প্রেসিডেন্ট জেলেনস্কি দেশের জনগণকে বলেছেন, সেনাবাহিনী রাশিয়ার বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। 
রাশিয়া গতকাল বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র ছুঁড়ে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর ওপর হামলা চালায়। এতে দেশটির অনেক বিদ্যুৎকেন্দ্র ধ্বংস হয়েছে এবং দুই ব্যক্তি নিহত হয়।
গত অক্টোবর থেকে মস্কো ইউক্রেনের জ্বালানি ও বিদ্যুৎকেন্দ্রগুলো লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি ইউক্রেনার্জো জানিয়েছে, গতকালের হামলায় দেশের বেশিরভাগ জ্বালানি ও বিদ্যুত অবকাঠামো আঘাতপ্রাপ্ত হয়েছে। এই কোম্পানিটি ইউক্রেনের জাতীয় গ্রিড পরিচালনা করে থাকে।#
পার্সটুডে/এসআইবি/এনএম/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।