ব্রিটিশ কনজারভেটিভ পার্টির গুরুত্বপূর্ণ পদে হোসনি মুবারকের মন্ত্রী!
https://parstoday.ir/bn/news/world-i117278-ব্রিটিশ_কনজারভেটিভ_পার্টির_গুরুত্বপূর্ণ_পদে_হোসনি_মুবারকের_মন্ত্রী!
মিশরের সাবেক স্বৈরশাসক হোসনি মুবারকের শাসনামলে পরিবহন মন্ত্রীর দায়িত্ব পালনকারী একজন বিলিয়নারকে নিজেদের অর্থ বিভাগের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিয়েছে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
ডিসেম্বর ১৬, ২০২২ ১০:৪৯ Asia/Dhaka
  • মুবারকের পরিবহনমন্ত্রী মোহাম্মাদ মানসুর
    মুবারকের পরিবহনমন্ত্রী মোহাম্মাদ মানসুর

মিশরের সাবেক স্বৈরশাসক হোসনি মুবারকের শাসনামলে পরিবহন মন্ত্রীর দায়িত্ব পালনকারী একজন বিলিয়নারকে নিজেদের অর্থ বিভাগের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিয়েছে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি।

লন্ডন থেকে প্রকাশিত দৈনিক গার্ডিয়ান এ খবর দিয়ে বলেছে, মুবারকের পরিবহনমন্ত্রী মোহাম্মাদ মানসুরকে গত সোমবার রাতে এক নৈশভোজে ক্ষমতাসীন দলের সিনিয়র ট্রেজারার পদে নিয়োগ দেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক।

মিশরীয় বংশোদ্ভূত ব্যবসায়ী মানসুর বিগত পার্লামেন্ট নির্বাচনে কনজারভেটিভ পার্টির তহবিলে ছয় লাখ পাউন্ড অনুদান দিয়েছিলেন। ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত মিশরের পরিবহনমন্ত্রী ছিলেন তিনি। নিয়োগ পাওয়ার পর সন্তোষ প্রকাশ করে মানসুর বলেছেন, তিনি কনজারভেটিভ পার্টির পাশাপাশি ব্রিটেনের কল্যাণে কাজ করবেন।

৩০ বছরের শাসনামলে মিশরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মুবারক দেশের জনগণের বিরুদ্ধে নিপীড়নমূলক নীতি গ্রহণ করেছিলেন। ২০১১ সালে প্রবল গণ আন্দোলনের মুখে তিনি ক্ষমতা ত্যাগ করতে বাধ্য হন। ২০২০ সালে এই স্বৈরশাসকের মৃত্যু হয়।

ক্ষমতা ত্যাগের পর মুবারক ও তার বহু মন্ত্রী ব্যাপক দুর্নীতি ও লুটপাটের দায়ে অভিযুক্ত হন। অনেক মন্ত্রী ও ক্ষমতাধর ব্যক্তিরা দেশের বাইরে হাজার হাজার কোটি ডলার পাচার করেছেন বলে অভিযোগ ওঠে। কিন্তু তৎকালীন সেনাপ্রধান আব্দেল ফাত্তাহ আল-সিসি প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করার পর মুবারক ও তার মন্ত্রীরা বেশিরভাগ অভিযোগ থেকে খালাস পেয়ে যান।#

পার্সটুডে/এমএমআই/১৬ 

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।