মিশরের সাবেক স্বৈরশাসক হোসনি মুবারক মারা গেছেন
https://parstoday.ir/bn/news/world-i77742-মিশরের_সাবেক_স্বৈরশাসক_হোসনি_মুবারক_মারা_গেছেন
মিশরের ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট হোসনি মুবারক মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
ফেব্রুয়ারি ২৫, ২০২০ ১৭:৫০ Asia/Dhaka
  • হোসনি মুবারক
    হোসনি মুবারক

মিশরের ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট হোসনি মুবারক মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর।

দেশটির সরকারি টেলিভিশনের খবরে বলা হয়েছে, কয়েক সপ্তাহ আগে অসুস্থ হোসনি মুবারকের অস্ত্রপচার সম্পন্ন হয়েছিল। পরে মঙ্গলবার শারীরিক অবস্থার অবনতি ঘটলে কায়রোর একটি সামরিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এর আগে ২০১১ সালে মিশরজুড়ে বিক্ষোভের মুখে ক্ষমতা ছাড়েন দেশটির সাবেক এ একনায়ক। এর আগে ১৯৮১ থেকে ত্রিশ বছর মিশর শাসন করেন তিনি।

ক্ষমতা ছাড়ার পরপরই বিভিন্ন অভিযোগে তাকে কারাগারে পাঠায় আদালত। কিন্তু ২০১৩ সালে সামরিক অভ্যুত্থানের পর সব অভিযোগ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়।#

পার্সটুডে/এসএ/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।