রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে রেকর্ড
সৌদিকে ডিঙিয়ে রাশিয়া এখন চীনের প্রধান তেল সরবরাহকারী
চীন নভেম্বর মাসে রাশিয়া থেকে রেকর্ড পরিমাণ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি কিনেছে। এর পাশাপাশি রাশিয়া থেকে জ্বালানি তেল এবং কয়লা আমদানিতে রেকর্ড করেছে বেইজিং সরকার।
মঙ্গলবার প্রকাশিত চীনা কাস্টমসের রিপোর্ট থেকে এ তথ্য বেরিয়ে এসেছে।
যদিও চীন নভেম্বর মাসে শতকরা ৫.৪ ভাগ এলএনজি কম কিনেছে তবে রাশিয়া থেকে গত বছরের একই সময়ের চেয়ে দ্বিগুণ পরিমাণ এলএনজি আমদানি করেছে। নভেম্বর মাসে রাশিয়া থেকে চীন ৮ লাখ ৫২ হাজার টন এলএনজি কিনেছে যার মূল্য ৮১ কোটি ৫৬ লাখ ডলার।
বার্ষিক হিসেবে রাশিয়া থেকে চীনে এলএনজি বিক্রি হয়েছে গত জানুয়ারি মাস থেকে নভেম্বর পর্যন্ত ৫৮ লাখ বিশ হাজার টন যা আগের বছরের চেয়ে শতকরা ৩৯ ভাগ বেড়েছে। এ সময়ে চীন রাশিয়া থেকে মোট ৬১০ কোটি ডলারের এলএনজি কিনেছে। এই সময়ে রাশিয়া চীনের দ্বিতীয় বৃহত্তম গ্যাস সরবরাহকারী হিসেবে আবির্ভূত হয়েছে। তুর্কমেনিস্তান থেকে চীন সবচেয়ে বেশি গ্যাস আমদানি করে থাকে।
রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানি করাও বাড়িয়েছে চীন। নভেম্বর মাসে রাশিয়া থেকে শতকরা ১৭ ভাগ তেল আমদানি বাড়িয়েছে চীন। এতে করে রাশিয়া থেকে নভেম্বর মাসে চীন ৭৮ লাখ ১০ হাজার টন তেল কিনেছে। এর ফলে রাশিয়া এখন সৌদি আরবকে ডিঙিয়ে চীনের প্রধান তেল সরবরাহকারী দেশে পরিণত হয়েছে। গত ১১ মাসে রাশিয়া থেকে চীনের তেল রপ্তানি বেড়েছে শতকরা ১০.২ ভাগ এবং এ সময়ে চীন রাশিয়া থেকে মোট সাত কোটি ৯৭ লাখ ৮০ হাজার টন তেল আমদানি করেছে যার মূল্য ছিল ৫,৪৪৯ কোটি ডলার।#
পার্সটুডে/এসআইবি/২৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।