তেলের উৎপাদন কমানোর হুমকি দিল রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i117574-তেলের_উৎপাদন_কমানোর_হুমকি_দিল_রাশিয়া
রাশিয়ার উপ প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যেসব দেশ রাশিয়ার তেলের মূল্যসীমা বেঁধে দিয়েছে এবং সেগুলো মেনে চলছে তাদের কাছে মস্কো তেল বিক্রি করবে না। একই সঙ্গে তিনি বলেছেন, প্রয়োজনে রাশিয়া প্রতিদিন ৫ থেকে ৭ লাখ ব্যারেল তেল কম উৎপাদন করবে।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
ডিসেম্বর ২৪, ২০২২ ১৭:৫৯ Asia/Dhaka
  • তেলের উৎপাদন কমানোর হুমকি দিল রাশিয়া

রাশিয়ার উপ প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যেসব দেশ রাশিয়ার তেলের মূল্যসীমা বেঁধে দিয়েছে এবং সেগুলো মেনে চলছে তাদের কাছে মস্কো তেল বিক্রি করবে না। একই সঙ্গে তিনি বলেছেন, প্রয়োজনে রাশিয়া প্রতিদিন ৫ থেকে ৭ লাখ ব্যারেল তেল কম উৎপাদন করবে।

রাশিয়া বর্তমানে বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ এবং প্রতিদিন যদি দেশটি পাশ থেকে সাত লাখ ব্যারেল তেল কম উৎপাদন করে তাহলে তা হবে দেশের এ মুহূর্তের উৎপাদনের শতকরা পাঁচ থেকে ছয় ভাগ।

শিল্পোন্নত দেশগুলোর সংগঠন জি-সেভেন এবং ইউরোপীয় ইউনিয়ন গত ৫ ডিসেম্বর রাশিয়ার প্রতি ব্যারেল তেলের জন্য ৬০ ডলার ঠিক করে দিয়েছে। এছাড়া, সমুদ্রপথে ইউরোপীয় দেশগুলোতে রাশিয়া তেল বিক্রি করতে পারবে না। তেল বিক্রির অর্থ রাশিয়া যাতে ইউক্রেন যুদ্ধে কাজে লাগাতে না পারে সেজন্য এই পদক্ষেপ নিয়েছে পশ্চিমা দেশগুলো। পশ্চিমা দেশগুলো থেকে রাশিয়ার তেলবাহী জাহাজগুলো কোনো ইন্সুরেন্স সুবিধাও পাবে না।

জি-সেভেন এবং ইউরোপীয় ইউনিয়নের এই সমস্ত পদক্ষেপকে রাশিয়া অপমানজনক মনে করছে এবং এগুলোকে অযৌক্তিক আখ্যা দিয়ে তা না মানার ঘোষণা দিয়েছে।

এই প্রেক্ষাপটে আলেকজান্ডার নোভাক বলেন, “নতুন বছরের প্রথম দিকেই আমরা আমাদের তেলের উৎপাদন কিছুটা কমিয়ে দেয়ার জন্য প্রস্তুত আছি।” রসিয়া টোয়েন্টিফোর টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে আলেকজান্ডার নোভাক একথা বলেন।#

পার্সটুডে/এসআইবি/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।