ব্রাজিলের সংসদ ভবন ও প্রেসিডেন্ট প্রাসাদে বলসোনারোর সমর্থকদের হামলা
https://parstoday.ir/bn/news/world-i118204-ব্রাজিলের_সংসদ_ভবন_ও_প্রেসিডেন্ট_প্রাসাদে_বলসোনারোর_সমর্থকদের_হামলা
ব্রাজিলে রাজনৈতিক পরিস্থিতির নাটকীয় মোড় নিয়েছে। দেশটির নতুন প্রেসিডেন্ট লুলা সিলভার দায়িত্ব গ্রহণের প্রতিবাদে সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর হাজার হাজার সমর্থক জাতীয় সংসদ ভবন এবং প্রেসিডেন্ট প্রাসাদে হামলা চালিয়েছে। একই সঙ্গে তারা ঘেরাও করেছে সুপ্রিম কোর্ট ভবন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ০৯, ২০২৩ ১০:৪৬ Asia/Dhaka
  • প্রেসিডেন্ট প্রাসাদে হামলা
    প্রেসিডেন্ট প্রাসাদে হামলা

ব্রাজিলে রাজনৈতিক পরিস্থিতির নাটকীয় মোড় নিয়েছে। দেশটির নতুন প্রেসিডেন্ট লুলা সিলভার দায়িত্ব গ্রহণের প্রতিবাদে সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর হাজার হাজার সমর্থক জাতীয় সংসদ ভবন এবং প্রেসিডেন্ট প্রাসাদে হামলা চালিয়েছে। একই সঙ্গে তারা ঘেরাও করেছে সুপ্রিম কোর্ট ভবন।

স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, রোববার বলসোনারোর তিন হাজার মতো সমর্থক সংসদ ভবনে হামলায় অংশগ্রহণ করে। সামাজিক মাধ্যমে প্রকাশিত ফুটেজে দেখা গেছে- বলসোনারোর সমর্থকদের প্রবল হামলার মুখে পুলিশের ব্যারিকেড পিছু হটতে বাধ্য হয় এবং উগ্র সমর্থকরা সংসদ ভবনের ছাদে উঠে পড়ে। এ সময় তারা সুপ্রিম কোর্ট ও প্রেসিডেন্ট প্রাসাদসহ আশপাশের বহু ভবনে হামলা চালায়। হামলাকালে প্রেসিডেন্ট লুলা ডি সিলভা রাজধানী ব্রাসিলিয়া থেকে বহু দূরের সাঁও পাওলো স্টেইটে সফরে ছিলেন। বলসোনারোর উগ্র সমর্থকদের হামলায় সুপ্রিমকোর্ট ভবনের বহু জানালা ভেঙে চুরমার হয়ে গেছে।
এই ঘটনার পর নিরাপত্তা বাহিনীর সংগঠত হয়ে বলসোনারোর সমর্থকদের সাথে সংঘর্ষে লিপ্ত হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে টিয়ারগ্যাস ব্যবহার করে তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। পরে দখল হয়ে যাওয়া সমস্ত ভবন থেকে বলসোনারোর সমর্থকদের হটিয়ে দেয়া হয়।
এই ঘটনার প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট লুলা ডি সিলভা কঠোর নিন্দা জানিয়েছেন। ব্রাজিলের সংসদভবন, সুপ্রিম কোর্ট এবং প্রেসিডেন্ট প্রাসাদে সাথে হামলার জন্য তিনি বলসোনারোর সমর্থকদের গোঁড়া ফ্যাসিস্ট বলে উল্লেখ করেন। তিনি বলেন, যারা এই হামলার সঙ্গে জড়িত তাদের সবাইকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনা হবে।
এর পাশাপাশি লুলা ডি সিলভা একটি ডিক্রিতে সই করেছেন যার পরিপ্রেক্ষিতে তিনি রাজধানী ব্রাসিলিয়ায় হস্তক্ষেপ করতে পারবেন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য তার সরকার বিশেষ ক্ষমতা লাভ করবে।
লাতিন আমেরিকার দেশের নেতারাসহ, ইউরোপীয় ইউনিয়ন এবং বিশ্বের বহু দেশ এই হামলার নিন্দা করেছেন।#

পার্সটুডে/্এসআইবি/নএম/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।