আমেরিকার ৮৮টি এফ-৩৫ জঙ্গিবিমান কিনছে কানাডা
https://parstoday.ir/bn/news/world-i118246-আমেরিকার_৮৮টি_এফ_৩৫_জঙ্গিবিমান_কিনছে_কানাডা
কানাডা আমেরিকার কাছ থেকে ১৪২০ কোটি ডলার মূল্যের ৮৮টি এফ-৩৫ অত্যাধুনিক জঙ্গিবিমান কিনছে। কানাডার বিমান বাহিনীর বহরে যে সমস্ত পুরনো যুদ্ধবিমান রয়েছে সেগুলো পাল্টে ফেলে এই নতুন জঙ্গিবিমান যুক্ত করা হবে।
(last modified 2025-12-13T07:38:09+00:00 )
জানুয়ারি ১০, ২০২৩ ১০:৫০ Asia/Dhaka
  • মার্কিন এফ-৩৫ অত্যাধুনিক জঙ্গিবিমান
    মার্কিন এফ-৩৫ অত্যাধুনিক জঙ্গিবিমান

কানাডা আমেরিকার কাছ থেকে ১৪২০ কোটি ডলার মূল্যের ৮৮টি এফ-৩৫ অত্যাধুনিক জঙ্গিবিমান কিনছে। কানাডার বিমান বাহিনীর বহরে যে সমস্ত পুরনো যুদ্ধবিমান রয়েছে সেগুলো পাল্টে ফেলে এই নতুন জঙ্গিবিমান যুক্ত করা হবে।

গত ৩০ বছরের মধ্যে এটি হচ্ছে কানাডার সামরিকখাতে সবচেয়ে বড় ব্যয়। কানাডার প্রতিরক্ষামন্ত্রী অনিতা আনন্দ বলেন, ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ এবং ভারত-প্রশান্ত মহাসাগরীয় এলাকায় চীনের সামরিক তৎপরতার প্রেক্ষাপটে অটোয়া গত মার্চ মাসে আমেরিকার কাছ থেকে এসব জঙ্গিবিমান কেনার ঘোষণা দেয়।

অনিতা আনন্দ বলেন, “যেহেতু রাশিয়ার অন্যায় এবং অবৈধ আগ্রাসনে আমাদের বিশ্ব ক্রমেই অন্ধকারাচ্ছন্ন হচ্ছে, পাশাপাশি চায়নার তৎপরতার কারণে ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল দিন দিন অস্থিতিশীল হয়ে উঠছে সে কারণে এসব বিষয়কে কানাডা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে এবং তারপরেই এই জঙ্গিবিমান কেনার প্রকল্প হাতে নিয়েছে।”

অনিতা বলেন, “আর্কটিক এলাকাসহ আমাদের দেশের নিরাপত্তা নিশ্চিত করার এটাই ভালো সময়।”

মার্কিন বিমান নির্মাণ কোম্পানি লকহিড মার্টিন এবং প্র্যাট অ্যান্ড কানাডাকে ২০২৬ সালে এফ-৩৫ বিমানের প্রথম চালান সরবরাহ করবে। এছাড়া, পুরো চালান ২০৩২ থেকে ২০৩৪ সালের মধ্যে অটোয়া হাতে পাবে। কানাডা এবং আমেরিকার মধ্যে এভাবেই চুক্তি হয়েছে।

জার্মানি এবং সুইজারল্যান্ডও আমেরিকার কাছ থেকে এফ-৩৫ বিমান কেনার চুক্তি করেছে। তবে মাঝেমধ্যেই আমেরিকার এ অত্যাধুনিক বিমান কারিগরি ত্রুটির মুখে পড়ে এবং গ্রাউন্ডেড করে রাখা হয়। সম্প্রতি এ ধরনের একটি ঘটনায় ইসরাইল এবং আমেরিকার সমস্ত এফ-৩৫ বিমান গ্রাউন্ডেড করা হয়েছিল।#


পার্সটুডে/এসআইবি/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।