শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের গ্রেপ্তারের নির্দেশ দিল আদালত
https://parstoday.ir/bn/news/world-i118302-শীর্ষ_নিরাপত্তা_কর্মকর্তাদের_গ্রেপ্তারের_নির্দেশ_দিল_আদালত
ব্রাজিলের বিচার বিভাগ দেশের কয়েকজন শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তাকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে। রাজধানী ব্রাসিলিয়ার পার্লামেন্ট ভবন, প্রেসিডেন্ট প্রসাদ ও সুপ্রিম কোর্ট ভবনে সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর সমর্থকদের হামলা ও দাঙ্গার পর এই নির্দেশ দিলো দেশের সুপ্রিম কোর্ট।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ১১, ২০২৩ ১৭:২১ Asia/Dhaka
  • শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের গ্রেপ্তারের নির্দেশ দিল আদালত

ব্রাজিলের বিচার বিভাগ দেশের কয়েকজন শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তাকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে। রাজধানী ব্রাসিলিয়ার পার্লামেন্ট ভবন, প্রেসিডেন্ট প্রসাদ ও সুপ্রিম কোর্ট ভবনে সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর সমর্থকদের হামলা ও দাঙ্গার পর এই নির্দেশ দিলো দেশের সুপ্রিম কোর্ট।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, এরইমধ্যে মিলিটারি পুলিশের সাবেক কমান্ডারকে গ্রেফতার করা হয়েছে। ব্রাজিলের অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে বলা হয়েছে, যেসব কর্মকর্তাকে সুপ্রিম কোর্ট গ্রেফতার করতে নির্দেশ দিয়েছে তার মধ্যে রয়েছেন সাবে ক জননিরাপত্তা প্রধান অ্যান্ডারসন টোরেস এবং আরো কয়েকজন কর্মকর্তা। এইসব কর্মকর্তা গত রোববারের দাঙ্গার জন্য দায়ী এবং তাদের নিষ্ক্রিয়তারকারণে দাঙ্গা সংঘটিত হয়। তবে টোরেস দাঙ্গায় তার কোনো ভূমিকার কথা অস্বীকার করেছেন।

এর আগেই পুলিশের কমান্ডার কর্নেল ফাবিও অগাস্টোকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে, তিনি বলসোনারোর সমর্থকদেরকে পার্লামেন্ট ভবনে হামলা থেকে বিরত রাখার জন্য যথেষ্ট তৎপর ছিলেন না।
প্রেসিডেন্ট লুলা ডি সিলভা নির্বাচনে বিজয়ী হয়ে শপথ নেয়ার এক সপ্তাহ পর বলসোনারোর সমার্থকরা এই হামলা ও দাঙ্গার ঘটনা ঘটায়। এই ঘটনায় জড়িত থাকার দায়ে এরইমধ্যে প্রায় ১৫০০ ব্যক্তিকে আটক করা হয়েছে।

গতকাল দিনের প্রথম ভাগে টোরেসের বিরুদ্ধে দাঙ্গাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রশ্নে অন্তর্ঘাতমূলক ভূমিকা রাখার অভিযোগ আনা হয়। রাজধানী ব্রাজিলের নিরাপত্তা রক্ষার জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রিকার্ডো ক্যাপিলি বলেন, দাঙ্গাকারীদের হামলা থেকে সরকারি ভবনগুলোকে রক্ষার ক্ষেত্রে প্রয়োজনীয় নির্দেশনা দিতে টোরেস গড়িমসি করেছেন।#

পার্সটুডে/এসআইবি/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।